অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের দল ঘোষণা
২ আগস্ট ২০২১ ০৮:৩৪ | আপডেট: ২ আগস্ট ২০২১ ১২:৪৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল। সেই লক্ষ্যে রোববার মধ্যরাতে ঘোষণা করা হয় বাংলাদেশের ১৭ সদস্যের দল। জিম্বাবুয়ে থেকে ফিরে জৈব সুরক্ষা বলয়ে থাকা ১৭ ক্রিকেটারকে নিয়েই ঘোষণা করা হয়েছে এই দলটি।
যদিও আগে থেকেই ধারণা করা হচ্ছিল জিম্বাবুয়ে থেকে ফিরে যে ১৭ ক্রিকেটার ইন্টারকন্টিনেন্টালের জৈব সুরক্ষা বলয়ে ছিলেন তারা সবাই থাকছেন স্কোয়াডে। তবুও দল প্রথম ম্যাচের দুই দিন দল ঘোষণা করে আনুষ্ঠানিকতা সারল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
রোববার মাঝরাতে জানায়, জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে সুরক্ষা বলয়ে থাকা সবাই আছেন টি-টোয়েন্টি দলে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ওয়ানডে সিরিজ শেষে জিম্বাবুয়ে থেকে ফিরে আসতেন রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। কিন্তু মহামারীকালে সতর্কতার অংশ হিসেবে তাদের রেখে দেওয়া হয়েছিল স্কোয়াডের সঙ্গেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের রেখেই দল দিয়েছেন নির্বাচকরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে এটাই তাদের প্রথম দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি শুরু হবে ৩ আগস্ট। দ্বিতীয়টি ৪ আগস্ট, তৃতীয়টি ৬, চতুর্থটি ৭ এবং পঞ্চম ও শেষটি গড়াবে ৯ আগস্ট। প্রতিটি ম্যাচই গড়াবে সন্ধ্যা ৬ টায়।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান,মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।
বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রত্যেকটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে জিটিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে র্যাবিটহোল বিডিতে।
সারাবাংলা/এসএস