Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসজিকে হারিয়ে ফ্রেঞ্চ সুপার কাপ জিতল লিলে

স্পোর্টস ডেস্ক
২ আগস্ট ২০২১ ০৮:১৮

ফ্রেঞ্চ সুপার কাপে পিএসজিকে হারিয়ে শিরোপা ঘরে তুলল লিলে। নেইমার-এমবাপেদের ছাড়া ফাইনালে খেলতে নেমে শিরোপা হারিয়েছে প্যারিসের ক্লাবটি। আর তাতেই মৌসুমের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হলো না পিএসজির। ইসরাইলের তেল আবিবে রোববার রাতে ১-০ গোলে জিতেছে গতবারের লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। এটি লিলের ইতিহাসের প্রথম ফ্রেঞ্চ সুপার কাপ।

গেল মৌসুমে লিলের বিপক্ষে লিগ ওয়ানের একটি ম্যাচও জিততে পারেনি পিএসজি। লিলের মাঠে ড্র করলেও গত এপ্রিলে ফিরতি দেখায় পার্ক দে প্রিন্সেসে ১-০ ব্যবধানে হেরেছিল পিএসজি। আর তাতেই হাতছাড়া হয়েছিল লিগ ওয়ানের শিরোপা।

বিজ্ঞাপন

দলের সবচেয়ে বড় দুই তারকাসহ মূল দলের অধিকাংশ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামে পিএসজি। আর শেষ পর্যন্ত যা হওয়ার তাই-ই ঘটল। লিলের কাছে হেরে খোয়াল শিরোপা। তারকা দুই ফরোয়ার্ডের অনুপস্থিতিতে ম্যাচে খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। বল দখলে রাখলেও আক্রমণ সাজাতে পারেনি তারা। প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখা পিএসজির ১০ শটের তিনটি ছিল লক্ষ্যে। বিপরীতে লিলের আট শটের চারটি ছিল লক্ষ্যে।

প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন শেকা। সতীর্থের ব্যাকপাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

আর তাতেই দীর্ঘ আট বছর ধরে ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা নিজেদের করে রেখেছিল তারকাখোচিত পিএসজি। তবে এবারে এসে হলো ছন্দ পতন। লিলের কাছে লিগ ওয়ানের শিরোপা হাতছাড়া করার পর সুপার কাপের শিরোপাও হারাল তারা।

নিজেদের ইতিহাসে এই প্রথম ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা ঘরে তুলল লিলে। এর আগে সর্বোপ্রথম ১৯৫৫ মৌসুমে ফাইনালে রিমসের কাছে হেরেছিল তারা। এরপর ২০১১ মৌসুমে ফাইনাল খেললেও অলিম্পিক মার্শেইর কাছে হেরেছিল তারা। অবশেষে ২০২১ সালে এসে পিএসজিকে হারিয়ে প্রথমবারের মতো স্বাদ পেল সুপার কাপের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

টপ নিউজ পিএসজি বনাম লিলে ফ্রেঞ্চ কাপ লিলের শিরোপা জয়