Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসাধারণ এক অর্জনের সামনে সাকিব


১ আগস্ট ২০২১ ১৬:৫০

ক্রিকেট মাঠে ব্যাট-বল হাতে সাকিব আল হাসান কতো রেকর্ড গড়েছেন ভেঙেছেন সে হিসেব হয়তো তার নিজেরই জানা নেই! আরেকটা বড় অর্জনের সামনে বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজে পাঁচটি উইকেট নিতে পারলেই প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেট ও এক হাজার রান করার কীর্তি গড়বেন সাকিব।

৭৯ টি-টোয়েন্টিতে সাকিবের রান ১ হাজার ৬০৪। উইকেট নিয়েছেন ৯৫টি। অর্থাৎ আর পাঁচ উইকেট হলেই উইকেটের সেঞ্চুরি হয়ে যাবে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের। সেক্ষেত্রে এই ফরম্যাটে এক হাজার রান ও একশ উইকেট হয়ে যাবে, অতীতে এমন কীর্তি গড়তে পারেননি আর কেউই।

বিজ্ঞাপন

এই কীর্তি গড়তে পারলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী বনে যাওয়ার পথে আরও এগিয়ে যাবেন সাকিব। এই ফরম্যাটে উইকেটশিকারীদের তালিকায় তিনি এখন পাঁচ নম্বরে। শীর্ষে থাকা শ্রীলংকার সাবেক পেসার লাসিথ মালিঙ্গার উইকেট ১০৭টি। ৯৯ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। অবসর নেওয়া পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি ৯৮ উইকেট নিয়ে আছেন তিন নম্বরে। রশিদ খান ও সাকিবের উইকেট ৯৫টি করে। তবে রশিদ ম্যাচ কম খেলার কারণে তিনি চারে, সাকিব পাঁচে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টিতে পাঁচটি উইকেট তুলে নেওয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয় সাকিবের। কারণ খেলাটা হচ্ছে মিরপুর শের-ই-বাংলার মন্থর উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ৩ আগস্ট। সিরিজের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে- ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।

টি-টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর