Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: বিপদেই সুযোগ দেখছেন টার্নার


১ আগস্ট ২০২১ ১৬:২৬ | আপডেট: ১ আগস্ট ২০২১ ১৭:৪৭

অস্ট্রেলিয়াকে বাংলাদেশ সিরিজটা খেলতে হবে একদম বিপক্ষ কন্ডিশনে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দেশগুলোর পিচ স্বাভাবিকভাবেই বেশ গতিময়। অর্থাৎ ওসব দেশের ক্রিকেটাররা বেড়ে ওঠেন গতিময় পিচে খেলে। কিন্তু বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো পিচ বেশ মন্থর, স্পিনবান্ধব। ফলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দেশগুলো দক্ষিণ এশিয়া সফরে এসে বিপদে পড়েননি এমন ঘটনা খুব একটা নেই। বাংলাদেশ সফরেও পিচ হয়তো ভোগাবে অস্ট্রেলিয়ানদের। তবে এর মধ্যেই সুযোগ দেখছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাস্টন টার্নার।

বিজ্ঞাপন

দলে ব্যাটিংটা তার মুল কাজ। তবে মাঝে মধ্যে স্পিনও করেন। আর নিজে যেহেতু স্পিনার এবং স্পিনবান্ধব পিচ পাচ্ছেন সেই কারণেই রোমাঞ্চিত টার্নার। নিজ দেশে তো এমন পিচ মিলে না বললেই চলে।

পাঁচটি টি-টোয়েন্টি খেলতে গত বৃহস্পতিবার বাংলাদেশে পা রেখেছেন অস্ট্রেলিয়ানরা। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে আজ বিকেলে অনুশীলন শুরু করবেন অজিরা। তার আগে ভার্চ্যুয়ালি সংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন টার্নার। বলেছেন, ‘স্পিনার হিসেবে আমি রোমাঞ্চিত যে এরকম উইকেট পাব, যেখানেস্পিনারদের সহায়তা থাকে। অস্ট্রেলিয়ায় এটা সবসময় পাওয়া যায় না।’

তিনি বলেন, ‘আমি রোমাঞ্চিত, প্রথমবার বাংলাদেশে এসেছি। ওয়েস্ট ইন্ডিজেও প্রথমবার সফর করে এলাম। এখানে যারা আগে খেলেছে, তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, ওয়েস্ট ইন্ডিজে যেসব উইকেটে খেলেছি, এখানে খুব ভিন্ন কিছু হবে না। অস্ট্রেলিয়া থেকে সফরে এসে, এই শীতকালে (অস্ট্রেলিয়ান মৌসুম) এমন অনেক উইকেটেই খেলতে হবে, যেখানে স্পিন ধরে।’

এই সিরিজে স্পিনবান্ধব উইকেটে সাকিব আল হাসান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসানের মতো স্পিনারের মুখোমুখি হতে হবে অজিদের। টার্নার বলেন, ‘ব্যাটার হিসেবেও আমরা জানি যে, দারুণ কিছু স্পিনারের মুখোমুখি হতে হবে আমাদের এবং কোনো সংশয় নেই যে তারা অনেক ওভার বোলিং করবে।’

পিচ নিয়ে এতো রোমাঞ্চিত হলেও এখনো উইকেট দেখা হয়নি টার্নারের। বিমানবন্দর থেকে সোজা ঢুকেছেন হোটেলে। সেখানেই চলছে তাদের কোয়ারেন্টাইন। আজ অনুশীলনে নামার কথা সফরকারীদের। জানালেন, মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি, ‘এখনও মাঠে যাইনি। ঢাকায় আসার পর প্রথম তিন দিন আইসোলেশনে ছিলাম। আজকে আমাদের অনুশীলন আছে। দলের কয়েকজন আগের সফরগুলোয় এই মাঠে খেলেছে। কন্ডিশন দেখতে, অনুশীলন করতে এবং মঙ্গলবারের ম্যাচের জন্য নিজেদের যতটা সম্ভব প্রস্তুত করে তুলতে মুখিয়ে আছি।’

বিজ্ঞাপন

দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৩ আগস্ট। সিরিজের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সন্ধ্যা ছয়টা থেকে প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

অ্যাস্টন টার্নার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর