Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঁতারে রেকর্ড গড়ে ফেলপস-স্পিৎজদের পাশে ম্যাককিওন

স্পোর্টস ডেস্ক
১ আগস্ট ২০২১ ১১:৩২

প্রথম মেয়ে সাঁতারু হিসেবে অলিম্পিকের এক আসরেই জিতেছেন রেকর্ড ৭টি পদক। আর সেই সুবাদেই তিনি বসেছেন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস এবং মার্ক স্পিৎজ এবং ম্যাট বিওনডিদের পাশেই। বলা হচ্ছিল অস্ট্রেলিয়ান সাঁতারু এমা ম্যাককিওনের কথা। টোকিও অলিম্পিকের সাঁতারে এবার তাঁরই জয়জয়কার।

৫০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড টাইমিংয়ে সোনা ঘরে তুলেছেন। এরপর ১০০ মিটার মিডলে রিলেতে জিতেছেন দলগত সোনা।

বিজ্ঞাপন

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে রোববার ৫০ মিটার ফ্রিস্টাইলে ২৩ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে সোনা জিতেন ম্যাককিওন। এই ইভেন্টের বিশ্বরেকর্ডধারী সুইডেনের সারাহ হোস্ত্রম ২৪ দশমিক ০৭ সেকেন্ড টাইমিং করে পেয়েছেন রুপা। আর ২৪ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জয় করেন ডেনমার্কের পারনিল ব্লুম।

মেয়েদের ১০০ মিটার মিডলে রিলেতে ৩ মিনিট ৫১ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে সোনা জিতেছে অস্ট্রেলিয়া। ২০১২ লন্ডন অলিম্পিকে ৩ মিনিট ৫২ দশমিক ০৫ সেকেন্ড টাইমিংয়ের অলিম্পিক রেকর্ড গড়া যুক্তরাষ্ট্র এবার পেয়েছে রুপা (৩ মিনিট ৫১ দশমিক ৭৩ সেকেন্ড)। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে কানাডা (৩ মিনিট ৫২ দশমিক ৬০ সেকেন্ড)।

৭টি পদক নিয়ে টোকিও অলিম্পিকস শেষ করা ম্যাককিওন জিতেছেন ২টি করে ব্যক্তিগত ও দলীয় সোনা। ব্রোঞ্জ পেয়েছেন তিনটি, একটি ব্যক্তিগত ও দুটি দলীয়।

এবারের অলিম্পিকে ম্যাককিওন প্রথম ব্যক্তিগত সোনা জেতেন ১০০ মিটার ফ্রিস্টাইলে। এরপর দলীয় এবং ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে মোট ৭টি পদক জয় করে অনন্য রেকর্ড গড়ে বসলেন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস, মার্ক স্পিৎজ ও ম্যাট বিওনডির পাশে।

বিজ্ঞাপন

সাঁতারের বাইরে একমাত্র নারী হিসাবে এক আসরে ৭টি পদক জয়ের কীর্তি আছে কেবল মারিয়া গোরোখোভস্কিয়ার; ১৯৫২ সালের অলিম্পিকে এই অনন্য সাফল্য পেয়েছিলেন রাশিয়ান জিমন্যাস্ট।

সারাবাংলা/এসএস

এমা ম্যাককিওন টোকিও অলিম্পিক টোকিও অলিম্পিক ২০২০ মাইকেল ফেলপস সাঁতার সাঁতারে বিশ্বরেকর্ড