প্রত্যাশার চেয়েও বেশি সুবিধা পাচ্ছে অস্ট্রেলিয়া: বিসিবি
৩০ জুলাই ২০২১ ২১:১৪
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসতে একগাদা শর্ত জুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভ্রমণ, ইমিগ্রেশন, হোটেল, জৈব-সুরক্ষা বলয়, অনুশীলন, ম্যাচ সিডিউল, ভ্যানু ইত্যাদি মিলিয়ে অজিদের কিছু কিছু শর্তকে ‘বাড়াবাড়িও’ মনে করেছেন অনেকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রায় সব শর্তই মেনে নিয়েছে। অজিদের চাহিদা মতো সব ধরনের ব্যবস্থাও করেছে বিসিবি। বিসিবির মতে, তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধাই পাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
গতকাল ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়ানরা। সেখান থেকে সরাসরি জৈব-সুরক্ষা বলয়ের হোটেলে ঢুকেছেন সফরকারীরা। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে আগামী ১ আগস্ট তাদের অনুশীলন শুরু করার কথা। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। আজ শুক্রবার (৩০ জুলাই) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। বলেছেন, প্রত্যাশার চেয়ে বেশিই সুবিধা পাচ্ছে সফরকারী অস্ট্রেলিয়া দল।
এক প্রশ্নের উত্তরে নিজামউদ্দিন বলেন, ‘আমার মনে হয় তারা যেসব সুযোগ-সুবিধা পাচ্ছে তা তাদের প্রত্যাশার চেয়েও বেশি। তাদের যে ইনফরমেশন পাচ্ছি তাতে মনে হচ্ছে তারা এখন পর্যন্ত সবকিছু নিয়ে খুশি। বিশেষ করে ওদের প্রথম যে শর্ত ছিল- এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া পর্যন্ত এবং হোটেলের পরিবেশ সবকিছু নিয়ে খুশি আছে আমি মনে করি।’
এই সিরিজটি সফলভাবে শেষ করতে চায় বিসিবি যাতে আসন্ন হোম সিরিজগুলো আয়োজনে আত্মবিশ্বাস পাওয়া যায়। বিসিবির সিইও বলেন, ‘এটা যদি সবার সহযোগিতায় সফলভাবে করতে পারি সামনের সফরগুলো আয়োজনেও ভূমিকা রাখবে। আমাদের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে। ইতোমধ্যে দুইটা আন্তর্জাতিক ইভেন্ট ও তিনটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে আমরা পরীক্ষিত টিম, আমি মনে করি। সর্বশেষ টুর্নামেন্ট (ডিপিএল) ১২ দলের ছিল। এটাও সফলভাবে করেছি। এর পেছনে আমাদের যে অভিজ্ঞ জনবল তৈরি হয়েছে তা কাজে লাগাচ্ছি এবং আমরা আত্মবিশ্বাসী।’