Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়া সিরিজে প্রিন্সকে পাচ্ছে না বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২১ ১৭:৩৭ | আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৯:৫০

দক্ষিণ আফ্রিকান ‘এ’ দলের সঙ্গে চুক্তি থাকায় জিম্বাবুয়ে থেকেই নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বিমান ধরেছেন টাইগারদের নবনিযুক্ত ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। ফলে আগামি সপ্তাহ থেকে ঘরের মাঠে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে তাকে পাচ্ছে না টাইগাররা।

‘প্রিন্স শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকা ফিরে গেছে। কারণ দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের সঙ্গে তাঁর চুক্তি আছে। অস্ট্রেলিয়া সিরিজে ওকে পাওয়া যাবে না।’

বিজ্ঞাপন

বুধবার সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে কথাগুলো বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

তাহলে অতি গুরুত্বপূর্ণ এই সিরিজে লাল-সবুজের ব্যাটিং বিভাগ কে সামলাবেন? আকরাম অবশ্য এ বিষয়ে কিছুই বলেননি। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে বিষয়টি অনুমান করা যাচ্ছে যে, প্রিন্সের পরিবর্তে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেশি কোনো কোচের কাঁধেই তুলে দেওয়া হবে।

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে নিয়োগ দেওয়া হয় অ্যাশওয়েল প্রিন্সকে। আগের ব্যাটিং কোচ জোনাথান লুইসের স্থলাভিষিক্ত হন প্রিন্স।

প্রাথমিকভাবে তাঁর নিয়োগ শুধুই জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত হলেও জিম্বাবুয়ে সফরে দলের ব্যাটিং সাফল্য দেখে তার মেয়াদ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ানার প্রয়াশ জানিয়েছে বিসিবি।

সারাবাংলা/এমআরএফ/এসএস

অ্যাশলে প্রিন্স টপ নিউজ টাইগারদের ব্যাটিং কোচ টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ব্যাটিং কোচ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর