Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানসিক স্বাস্থ্যের কারণে ফাইনাল থেকে সরে দাঁড়ালেন সাইমন

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২১ ১৪:১৩

মানসিকভাবে অসুস্থবোধ করায় টোকিও অলিম্পিকের অল-রাউন্ড জিমন্যাস্টিক থেকে সরে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের সাইমন বাইলস। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে নিজেকে বৃহস্পতিবারের ফাইনাল থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের তারকা এই অ্যাথলেট। তবে যদি তিনি সুস্থবোধ করেন তবেই কেবল আগামী সপ্তাহের চারটি এককের ফাইনালে অংশগ্রহণ করবেন।

২৪ বছর বয়সী এই জিমন্যাস্ট পাঁচটি এককেরই ফাইনালে উঠেছিলেন। বৃহস্পতিবার নিজের মুকুট ধরে রাখার লড়াইয়ে নামার কথা ছিল। এছড়াও আগামী রোব, সোম, মঙ্গল এবং বুধবার আরও চারটি পৃথক ইভেন্টের ফাইনালেও সোনা জয়ের লক্ষ্যে তাঁর মাঠে নামার কথা রয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক থেকে এক বিবৃতিতে সাইমনের সিদ্ধান্তকে অনেক সাহসী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়ে সমর্থন জানিয়েছে।

‘আমরা সবাই সাইমনের সাহসী সিদ্ধান্তের প্রশংসা করছি। সে অনেক সাহসিকতা দেখিয়েছে নিজের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দিয়ে। সে একজন আদর্শ।’

সাইমন অলিম্পিকে নিজের সবচেয়ে কম স্কোর করেছিলেন দলগত ফাইনালে। এবং এরপরই স্টেডিয়াম ছাড়েন সাইমন কিন্তু পরবর্তিতে নিজের সতীর্থদের সমর্থন দিতে ফেরত আসেন মাঠে।

দলগত ইভেন্টে রূপা জয়ের পর সাইমনের অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক সংখ্যা দাঁড়িয়েছে ৩০টিতে।

ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর সাইমন বলেন, ‘ওমন পারফরম্যান্স করার পর আমি আর এগোতে চাচ্ছিলাম না। আমাকে আমার মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। আমার মস্তিষ্ক এখন খেলাধুলার দিকে নেই। আমাদের নিজেদের মন এবং শরীরকে সুস্থ রাখতে হবে। কেবলই গোটা বিশ্ব যা দেখতে চায় তাই করে যেতে হবে এমনটা না।’

বিজ্ঞাপন

‘আমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছে আমি বুড়িয়ে যাচ্ছি। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়ে অনেক আলোচনা করে এবং সেটাই চাপের কারণ হয়ে দাঁড়ায়। আমরা কেবল অ্যাথলেট নই, দিন শেষে আমরাও তো একজন সাধারণ মানুষ। আর তাই মাঝেমধ্যে আমাদেরও একটু পিছু হটতে হয়।’-যোগ করেন সাইমন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলেট সাঁতারু মাইকেল ফেলপ্স-সহ আরও অনেক অ্যাথলেটই সাইমনের এমন সিদ্ধান্তের প্রতি সমর্থন দিয়েছেন।

সারাবাংলা/এসএস

জিমন্যাস্টিক টোকিও অলিম্পিক টোকিও অলিম্পিক ২০২০ ফাইনাল থেকে সরে দাঁড়ালেন মানসিক স্বাস্থ্য যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সাইমন বাইলস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর