রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখালেন ভারান
২৮ জুলাই ২০২১ ০০:২৮ | আপডেট: ২৮ জুলাই ২০২১ ০০:৩২
এবারে আটঘাট বেঁধেই যেন মাঠে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কদিন আগেই জডান সানচোকে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে উড়িয়ে এনেছে রেড ডেভিলসরা। আর মঙ্গলবার (২৬ জুলাই) রাতেই রাফায়েল ভারানকে রিয়াল মাদ্রিদ থেকে উড়িয়ে আনলো ইউনাইটেড।
২৮ বছর বয়সী রাফায়েল ভারান দীর্ঘ ১০ বছর ধরে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। ২০১১ সালে ফ্রান্সের ক্লাব লেন্স থেকে রিয়ালে নাম লিখিয়েছিলেন ভারান।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ভারানের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে গুনতে হচ্ছে ৩৪ মিলিয়ন পাউন্ড আর বোনাসসহ এই ফী দাঁড়াতে পারে ৪২ মিলিয়ন পাউন্ডে। অন্যদিকে স্কাইস্পোর্টস জানিয়েছে ভারানের জন্য ইউনাইটেডের খরচ ৪১ মিলিয়ন পাউন্ড।
ভারানের দিকে রেড ডেভিলসদের চোখ ছিল দীর্ঘ দিন ধরেই। বিবিসি জানায়, ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনও ভারানকে তাঁর দলে ভেড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সে সময় ভারান মাদ্রিদকে বেছে নিয়েছিলেন।
রামোসের মতো দীর্ঘদিনের ধরে রিয়ালের জাল অক্ষত রাখতে লড়েছেন রাফায়েল ভারান। তবে রামোসের রিয়াল ছাড়ার পর এই পরিস্থিতিতে রিয়ালের রক্ষণের নেতা হয়ে ওঠার কথা ছিল ভারানের। কিন্তু একই সময়ে ‘দীর্ঘদিনের ইচ্ছা’ বাস্তবায়নের সুযোগও এসে ধরা দেয় ফ্রেঞ্চ এই ডিফেন্ডারের সামনে, তাকে দলে পেতে মরিয়া হয়েই মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষমেশ ভারান সাড়া দিয়েছেন শেষটাতেই।
ভারানের চলে যাওয়ার ইচ্ছাটাও বেশ যুক্তিযুক্ত। সান্তিয়াগো বার্নাব্যুতে এক কোপা দেল রে ছাড়া বাকি সবকিছুই জিতেছেন। চারটে চ্যাম্পিয়ন্স লিগের পাশে আছে দুটো লিগ শিরোপা। এ সময়ে আবার জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপও। এমন ‘প্রায়’ সর্বজয়ী ক্যারিয়ার বানিয়ে ফেলার পর ‘নতুন চ্যালেঞ্জের’ দিকেই ছুটেছেন ভারান।
সারাবাংলা/এসএস
ম্যানচেস্টার ইউনাইটেড রাফায়েল ভারান রিয়াল ছাড়লেন রিয়াল মাদ্রিদ