Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকালে বাংলাদেশ, বিকেলে আসবে অস্ট্রেলিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ১৭:১৩ | আপডেট: ২৬ জুলাই ২০২১ ১৭:৩২

জিম্বাবুয়ের বিপক্ষে সফল সিরিজ শেষে বৃহস্পতিবার (২৯ জুলাই) দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিকে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে একই দিন বিকেলে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।

ওই দিন সকাল ৯টা ১০ মিনিটে কাতার এয়ারলাইনস যোগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ডমিঙ্গো শিষ্যদের। আর বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে ওই দিন বিকেল ৪টা ৫ কি ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে টিম অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

অজিদের বিপক্ষে সিরিজ সামনে রেখে বাংলাদেশ দল সকালে অবতরণ করেই সোজা টিম হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলে যাবে।

আর অস্ট্রেলিয়ান ক্রিকেট দল বিকেলে ঢাকায় এসে বিমান বন্দর থেকে ইমিগ্রেশন ছাড়াই চলে যাবে ইন্টার কন্টিনেন্টালে। সেখানে দুই দলই তিন দিনের কোয়ারেনটাইন করবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র সোমবার (২৬ জুলাই) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন।

সূত্রটির দেওয়া তথ্যমতে, ‘২৯ তারিখে সকাল ৯টা ১০ মিনিটে কাতার এয়ারলাইনসে আসবে বাংলাদেশ দল। এর মধ্যে ১৫ জুলাই সড়ক পথে এসেছে ভারতীয় ব্রডকাস্ট টিম। ওনারা আগরতলা হয়ে এসেছেন। এসে হোটেল লেকশোরে উঠেছেন, এখন তারা কোয়ারেনটাইনে আছেন। ব্রডকাস্ট দলের বাকি ৩০ জন আসবে ৩০ তারিখে, শ্রীলংকা থেকে।’

‘অস্ট্রেলিয়া দল ২৯ তারিখে বিকেল ৪টা ৫ বা ১০ মিনিটে, কোয়ান্টাস এর চাটার্ড বিমানে। ওদের ক্রুরা আসবে ১৮ জন। ওদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ওরা বিমান থেকে নেমে শরীরের তাপমাত্রা নির্ণয়ের পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট দিবে। ওরা পাসপোর্ট দিয়ে দিবে আমাদের লিয়াঁজো অফিসারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টরা দূর থেকে এগুলো পর্যবেক্ষণ করবেন। দলের সদস্যরা বিমান বন্দরের ৮ নাম্বার গেইট দিয়ে বের হয়ে বাসে উঠে সোজা টিম হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলে যাবে।’

বিজ্ঞাপন

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আগামি ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে সফরকারি অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সারাবাংলা/এমআরএফ/এসএস

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর টপ নিউজ দেশে পৌঁছাবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর