Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদেশের সামনে বিশাল টার্গেট


২৫ জুলাই ২০২১ ১৮:২২ | আপডেট: ২৫ জুলাই ২০২১ ২০:২৬

ওয়েসলে মাদভেরে, রেগিজ চাকাভারা শুরুতেই ব্যাটে ঝড় তুলেছিলেন। ফর্মে থাকা রায়ান বার্ল শেষ দিকে কচুকাটা করেছেন বাংলাদেশি বোলারদের। সব মিলিয়ে সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদেশকে বিশাল টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে।

রোববার (২৫ জুলাই) হারারের স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে ১৯৩ রান তুলেছে আগে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে। সিরিজের প্রথম দুই ম্যাচের একটি করে জিতেছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। অর্থাৎ জিততে আজ ১৯৪ রান করতে হবে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

জিততে রেকর্ডই গড়তে হবে বাংলাদেশকে। জিম্বাবুয়ের মাটিতে অতীতে টি-টোয়েন্টিতে এতো রান তুলতে পারেনি টাইগাররা। অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে দুইশ রান তোলার অভিজ্ঞতা আছে। ২০২০ সালে আগে ব্যাট করে আফ্রিকান দলটির বিপক্ষে ২০০ রান তুলেছিল বাংলাদেশ। তবে সেটা দেশের মাটিতে, ঢাকায়। টি-টোয়েন্টিতে বাংলাদেশের এর থেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডও আছে। শ্রীলংকার বিপক্ষে ২১৪ রান পেরিয়ে জিতেছে টাইগাররা। সেটি বিদেশের মাটিতে। ২০১৮ সালে, শ্রীলংকার কলম্বোতে।

টেস্ট ও ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ানদের হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজ জয়েরও হাতছানি, এমন অর্জনের সামনে দাঁড়িয়ে আজ বোলিংটা কিন্তু একদমই ভালো হয়নি বাংলাদেশের। উইকেট পুরো ব্যাটিং সহায়ক। তবু শুরুতে বারবার শর্ট বল করে গেছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনরা। নাসুম আহমেদদের বল সহজেই ব্যাটে পেয়েছেন জিম্বাবুয়ানরা। এই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে রানের পাহাড় বানিয়েছে চাকাভা, মাদভেরে, বার্লরা।

শুরু থেকেই চালিয়ে খেলেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বাজে বোলিংয়ের সুযোগ নিয়ে ছয় ওভারে ৬৩ রান তোলেন দুই ওপেনার মারুমান ও মাদভেরে। মারুমানি সাইফউদ্দিনের বলে ২০ বলে ২১ করে ফিরলে তিনে নেমে ঝড় তোলেন রেগিস চাকাভা। ২২ বলে ৪৬ রান করেছেন চাকাভা। তার ইনিংসে চারের মার নেই, ছক্কা মেরেছেন ৬টি। ওয়েসলে মাদভেরে ছক্কা হাঁকাতে পারেননি, তবে চার হাঁকিয়েছেন ৬টি। সাকিব আল হাসানের বলে ফেরার আগে ৩৬ বলে ৫৪ রান করেছেন মাদভেরে।

বিজ্ঞাপন

সংগ্রহটা দুইশর কাছাকাছি নিতে এরপর বড় ভূমিকা রাখেন রায়ান বার্ল। ফর্মে থাকা হার্ড হিটার ব্যাটার শেষ দিকে মাত্র ১৫ বলে ৩ চার ২ ছয়ে ৩১ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে জিম্বাবুয়ে।

অন্য সকার উদার হাতে রান বিলানোর দিনে বাংলাদেশের সফল বোলার সৌম্য সরকার। তিন ওভার বোলিং করে ১৯ রান খরচায় দুই উইকেট নিয়েছেন। সাকিব আল হাসান ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন এক উইকেট।

টি-টোয়েন্টি বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মাহমুদউল্লাহ শরিফুল ইসলাম সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর