বড় সংগ্রহের দিকে এগুচ্ছে জিম্বাবুয়ে
২৫ জুলাই ২০২১ ১৭:৫১
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে একটি করে জয় বাংলাদেশ, জিম্বাবুয়ের। অর্থাৎ সিরিজের শেষ ম্যাচটা জিতবে যে দল সিরিজ তাদের। এমন সমীকরণে প্রথমে ব্যাটিং করতেে নমে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে জিম্বাবুয়ে।
রোববার (২৫ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশের সামনে বড় টার্গেট দাঁড় করানোর ভাবনাতেই জিম্বাবুয়ানদের ব্যাটিং বেছে নেওয়া। শুরুতে এই ভাবনার কার্যকারীতাও দেখিয়েছে জিম্বাবুয়ে।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চালিয়ে খেলেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলিংও খুব একটা টাইট ছিল না। বারবার শর্ট বল দিয়েছেন তাসকিন আহমেদরা। যার সুযোগ নিয়ে ছয় ওভারে ৬৩ রান তোলেন দুই ওপেনার মারুমান ও মাদভেরে।
মারুমানি সাইফউদ্দিনের বলে ২০ বলে ২১ করে ফিরলে তিনে নেমে ঝড় তোলেন রেগিস চাকাভা। ২২ বলে ৪৬ রান করেছেন চাকাভা। তার ইনিংসে চারের মার নেই, ছক্কা মেরেছেন ৬টি। ওয়েসলে মাদভেরে ছক্কা হাঁকাতে পারেননি, তবে চার হাঁকিয়েছেন ৬টি। সাকিব আল হাসানের বলে ফেরার আগে ৩৬ বলে ৫৪ রান করেছেন মাদভেরে। ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের রান ১৪৬।