অলিম্পিকে জয়ের দেখা পেলো আর্জেন্টিনা
২৫ জুলাই ২০২১ ১৭:৩৭ | আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৭:৩৮
অলিম্পিক ফুটবলে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ২০০৮ সালে সর্বশেষ অলিম্পিক শিরোপা জেতা দলটি। তবে ঘুরে দাঁড়াতেও বেশি সময় লাগল না। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।
‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিশরকে ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তিধর দলটি। আগের ম্যাচে স্পেনকে জিততে দেয়নি মিশর। আজ আর্জেন্টিনাকেও প্রথমার্ধে আটকে রেখেছিল দলটি। প্রথমার্ধে গোল হয়নি।
তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে আর আটকে রাখা সম্ভব হয়নি। ৫২ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। দারুণ এক গোল করে দুবারের অলিম্পিক জয়ীদের এগিয়ে নেন ফাকুন্দো মেদিনা। এই গোলেই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে।
অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বুধবার স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিনে মিশর মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।