সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন
২৫ জুলাই ২০২১ ১৬:১৯ | আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৬:২১
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অফস্পিনার শেখ মেহেদির পরিবর্তে ডাক পেয়েছেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ।
চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষিক্ত নাসুম খেলেছেন তিনটি ম্যাচ। এর সবকটি’ই ছিল স্বাগতিক কিউইদের বিপক্ষে।
এর আগে রোববার (২৫ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ফিল্ডিং নিতে হয় সফরকারি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
জিম্বাবুয়ে একাদশ: টাডিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, লুক জঙ্গুয়ে, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
সারাবাংলা/এমআরএফ/এসএস
একাদশ জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ টপ নিউজ টি-টোয়েন্টি সিরিজ তৃতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ একাদশ