Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২১ ১৩:৩০

আগামী ২৯ জুলাই বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে এর আগেই দুঃসংবাদ অজি শিবিরে। দলের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেলেন এই সিরিজ থেকে। তাঁর বদলে বাংলাদেশ সফরে অজিদের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে সহ-অধিনায়ক ম্যাথিউ ওয়েড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে না খেলেই দেশ ফিরছেন তিনি। এরপর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেনটাইনের পর অস্ত্রোপচার হবে ফিঞ্চের হাঁটুতে। অস্ট্রেলিয়া ম্যানেজমেন্ট আশা করছেন বিশ্বকাপের আগে পুরো ফিট হয়ে উঠবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইনিডজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে হাঁটুতে চোট পান অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ফিঞ্চ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাকি ম্যাচগুলোতে তার খেলার সম্ভবনা ছিল খুবই কম। তার বদলে নেতৃত্ব পান অ্যালেক্স ক্যারি।

সে সময় অজি দলীয় সূত্রে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তো নয়ই, বাংলাদেশ সফরেও ফিঞ্চের খেলা নিয়ে শঙ্কা আছে। অবশেষে ঘটলই সেটাই।

উল্লেখ্য, করোনাভাইরাসের কথা বলে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্সের মতো অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটাররা।

আগামী ৩ আগস্ট বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার।

বাংলাদেশ সফরের চেয়ে নিজের পুরোপুরি সেরে ওঠাকেই গুরুত্ব দিচ্ছেন ফিঞ্চ। তবে বিশ্বকাপের আগে সেরে ওঠার আশা ব্যক্ত করেন তিনি। ফিঞ্চ বলেন, ‘সিরিজ অসমাপ্ত রেখেই আমাকে ফিরতে হচ্ছে। এটা খুবই কষ্টকর। আর বাংলাদেশ সফরেও আমি যেতে পারব না। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার চেয়ে এটাই উপযুক্ত এখন আমার জন্যে। আমি দ্রুত সার্জারি করাব ও বিশ্বকাপের আগেই ফিরে আসার প্রক্রিয়া শুরু করব।’

বিজ্ঞাপন

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ২৫ জুলাই ঢাকার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ছিটকে গেলেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর হাঁটুর চোট

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর