পঞ্চাশ পেরুতেই পাঁচ উইকেট নেই
২৩ জুলাই ২০২১ ১৯:৩৩ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ২২:৩২
এক ম্যাচ পর আবারও বেড়িয়ে পড়ল টপ অর্ডারে কলঙ্ক! জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৫২ রানের জবাব দিতে নেমে ওপেনিং জুটিতেই উঠেছিল ১০২ রান। তবে সেই জুটিতে টপ অর্ডার নিয়ে যতটা স্বস্তি মিলেছিল তা উবে গেল পরের ম্যাচেই। আজ ১৭ রানে দুই ওপেনারকে হারানো বাংলাদশে ৫৩ রানে হারিয়েছে নিজেদের পঞ্চম উইকেট।
শুক্রবার (২৩ জুলাই) হারারের স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৬৬ রান তোলে প্রথমে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে। অর্থাৎ জিততে হলে ১৬৭ রান প্রয়োজন বাংলাদেশের। বড় টার্গেটে ব্যাটিং করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
তৃতীয় ওভারের প্রথম বলে মুজারাবানির বলে সরাসরি বোল্ড নাইম শেখ (৫)। খানিক বাদে তার দেখানো পথ অনুসরণ করেছেন প্রথম টি-টোয়েন্টির ম্যাচ সেরা সৌম্য সরকার (৮)।
এরপর শেখ মেহেদি হাসানকে নিয়ে একটু প্রতিরোধের আভাস দিয়েছিলেন সাকিব আল হাসান। দুজনের তৃতীয় উইকেট জুটিটি ছিল ২৮ রানে। এই প্রতিরোধের মুখেই হঠাৎ আবার ধস। ৪৫ থেকে ৫৩, এই ৮ রানের ব্যবধানে ফিরে যান সাকিব আল হাসান, শেখ মেহেদি হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
দলীয় ৬৮ রানর মাথায় নুরুল হাসান সোহানও ফিরলে বড় বিপদে পড়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৩ রান।