Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জিততে ১৬৭ রান প্রয়োজন বাংলাদেশের


২৩ জুলাই ২০২১ ১৮:১৯ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ২২:৩২

জিতলেই জিম্বাবুয়েতে আরেকটা সিরিজ জয়, এমন সমীকরণে খেলতে নেমে বড় টার্গেটই পেল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটা জিততে ১৬৭ রান প্রয়োজন মাহমুদউল্লাহ রিয়াদের দলের।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১৫২ রানের সংগ্রহ গড়েছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ পরে আট উইকেটে ম্যাচ জিতে নেয়। সিরিজ জয় নিশ্চিত করতে সফরকারীদের আজকের টার্গেট আরেকটু বড়।

শুক্রবার (২৩ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ানদের। দ্বিতীয় ওভারে মারুমানিকে সরাসরি বোল্ড করেন শেখ মেহেদি হাসান। উইকেট মিলতে পারত তৃতীয় ওভারেও। তাসকিন আহমেদকে ঠিকভাবে পুল করতে না পেরে বল আকাশে ভাসিয়েছিলেন তিনে নামা রেগিস চাকাভা। কিন্তু সহজ সুযোগটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

তরুণ পেসার শরিফুল ইসলাম ও শেখ মেহেদি হাসানের ভুল বোঝাবুঝিতে ক্যাচ পড়ে দুজনের মাঝখানে। ‘জীবন’ পাওয়া চাকাভা অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ১৬ রানের মাথায় সাকিব আল হাসানের বলে ক্যাচ আউট হয়েছেন। তবে অপর প্রান্তে ওয়েসলে মাদভেড়ে ছিলেন দারুণ ছন্দে। এই মাদভেরেই বেশি ভুগিয়েছেন বাংলাদেশকে।

ডিন মায়ার্স, রায়ান বার্লদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে জিম্বাবুয়েকে দেড়শ’র ওপারে নেওয়াতে সবচেয়ে বড় অবদান মাদভেরের। ১৮তম ওভারে শরিফুলের বলে হাঁকাতে গিয়ে আফিফ হোসেনের হাতে ধরা পড়ার আগে ৫৭ বলে ৭৩ রান করেছেন জিম্বাবুয়ান ওপেনার। তার ইনিংসে চারের মার ৫টি, ছক্কা ৩টি।

শেষ দিকে গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছেন রায়ান বার্ল। মাত্র ১৯ বল খেলে ৩৪ রান করে শেষ অবদি অপরাজিত ছিলেন। ইনিংসে চার মেরেছেন ২টি, ছক্কাও দুটি। এছাড়া ডিন মায়ার্স ২১ বলে করেছেন ২৬ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানে থেমেছে জিম্বাবুয়ের ইনিংস।

বিজ্ঞাপন

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ৩৩ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদি হাসান ও সাকিব আল হাসান।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শরিফুল ইসলাম সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর