অভিষিক্ত শামীম পাটোয়ারী, মোস্তাফিজ আউট
২৩ জুলাই ২০২১ ১৬:৩০ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৬:৪২
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হলো ব্যাটিং অলরাউন্ডার শামীম পাটোয়ারীর। লিটন দাসের উরুর ইনজুরিতে একাদশে জায়গা করে নিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। এদিকে গোড়ালির ইনজুরির কারণে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। তার স্থলাভিষিক্ত হয়েছেন তাসকিন আহমেদ।
এর আগে শুক্রবার (২৩ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের কাছে টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা, টাডিওয়ানাশে মারুমানি, মিল্টন শুস্বা, ডিওন মায়ার্স, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা।
সারাবাংলা/এমআরএফ/এসএইচএস