ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে বিসিবি
২৩ জুলাই ২০২১ ১৬:৩২ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ২০:০০
ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে সম্পৃক্ত ওই ব্যক্তির করোনা আক্রান্তর ফলে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে না, এমন কোনো খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পায়নি। তবে শেষ অবধি কী হয় সেজন্য তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে আছে।
ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে সম্পৃক্ত জনৈক এক ব্যক্তির করোনা সংক্রমণের ফলে গতকাল বল মাঠে না গড়াতেই স্থগিত হয়েছে স্বাগতিক ও সফরকারি অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। এমতাবস্থায় শঙ্কা তৈরি হয়েছে অজিদের বাংলাদেশ সফর নিয়েও।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে আপাতত তারা কোনো শঙ্কা দেখছে না। কারণ এতদসংক্রান্ত বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের কিছু জানায়নি। সিরিজটি আদৌ হবে কি না সেজন্য তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের দিকে তাকিয়ে।
‘গত রাত পর্যন্ত আমরা জানি সিরিজ হচ্ছে। এখনো ওদের সঙ্গে এ বিষয়ে কথা হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়াও জানায়নি যে তারা আসছে না। আমরা অপেক্ষা করছি।’ বলছিলেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ার পরপরই এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, কোভিড-১৯ পজিটিভ হওয়া ব্যক্তি খেলোয়াড় নন। তবে তার পরিচয় জানানো হয়নি।
ফলে দেরি না করে দ্রুত দুই দলকে পাঠিয়ে দেওয়া হয় হোটেলে। নতুন করে আবার সবার কোভিড-১৯ পরীক্ষা হবে। সবার নেগেটিভ ফল আসার আগ পর্যন্ত সবাই থাকবেন আইসোলেশনে।
উদ্ভুত পরিস্থিতিতে অজিদের বাংলাদেশ সফর নিয়েও ধোঁয়াশার তৈরি হয়। শেষ পর্যন্ত আসবে তো খুঁতখুঁতে দলটি? অবশ্য বিসিবি বলছে, সিরিজটি গড়ানো নিয়ে তারা আশাবাদী।
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি খেলতে ২৯ জুলাই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের। সিরিজের প্রথম ম্যাচটি ৩ আগস্ট, দ্বিতীয়টি ৪ আগস্ট, তৃতীয়টি ৬, চতুর্থটি ৭ এবং পঞ্চম ও শেষটি ৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিটি ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ানোর কথা রয়েছে।
সারাবাংলা/এমআরএফ/এসএস
অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া