Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ফাইনাল দেখছেন শোয়েব


২৩ জুলাই ২০২১ ১৬:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাস তিনেক বাকি। তবে বিশ্বকাপকে ঘিরে আলোচনা শুরু হয়ে গেছে আরও আগে। ভারত এবং পাকিস্তান, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক গতি তারকার প্রত্যাশা, ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেবে পাকিস্তান।

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু দেশটিতে করোনা ভাইরাস দিনকে দিন ভয়াবহ রূপ ধারণ করলে ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয় টুর্নামেন্টটি। আর আমিরাতের উইকেট বরাবরই স্পিন সহায়ক। বিষয়টি নিশ্বন্দেহে সাহায্য করবে ভারত-পাকিস্তানের মতো এশিয়ার দেশগুলোকে।

বিজ্ঞাপন

কারণ এই অঞ্চলের উইকেটও স্পিন বান্ধব। স্পিনিং উইকেটে খেলেই বড় হয় এশিয়ার ব্যাটাররা। তাছাড়া ভারত-পাকিস্তানে বেশ কয়েকজন ভালো স্পিনারও আছেন। এশিয়ার দলগুলোর মধ্যে ভারত-পাকিস্তান অন্যতম সেরা। এসব কারণেই শোয়েবের ব্যাখ্যা, ভারত-পাকিস্তানই খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

পাকিস্তানের স্পিড স্টার এক ইউটিউব লাইভে বলেন, ‘আমার মন বলছে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে আর পাকিস্তান তাতে জিতবে। আরব আমিরাতে কন্ডিশন দুই দলের জন্যই সুবিধাজনক হবে।’

যদিও পরিসংখ্যান শোয়েবের প্রত্যাশার বিপক্ষে কথা বলছে। বিশ্বকাপে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে দুদলের ১১ লড়াইয়ে প্রতিবারই জিতেছে ভারত।

পাকিস্তান সেই আক্ষেপ ঘুচাতে পারবে কিনা তা জানতে অবশ্য ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কারণ বিশ্বকাপে আবারও একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ টু’তে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শোয়েব আখতার

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর