Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার মৃত্যুতে দেশে ফিরছেন বিপ্লব, বিসিবি’র শোক

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২১ ১০:৫১

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লবের বাবা আবদুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাবার মৃত্যুতে টি-টোয়েন্টি সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরছেন এই তরুণ টাইগার। এক বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করার সঙ্গে সঙ্গে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিপ্লব এই মুহূর্তে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাথে জিম্বাবুয়েতে অবস্থান করছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ৯ জুলাই দেশ ছাড়েন তিনি। সিরিজ শেষ করে দেশে ফেরার আগেই বাবাকে হারালেন তিনি।

বিজ্ঞাপন

বাবার মৃত্যুর খবরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসছেন বিপ্লব। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিপ্লবের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে বিসিবির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় ক্রিকেট আমিনুল ইসলাম বিপ্লবের বাবা আব্দুল কুদ্দুসের প্রয়াণে বিসিবি গভীরভাবে শোকাহত। বিসিবি বিপ্লব ও তার পরিবারকে হৃদয়ের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছে।’

সারাবাংলা/এসএস

আমিনুল ইসলাম বিপ্লব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপ্লবের বাবার মৃত্যু বিসিবি'র শোক

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর