Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না মুশফিকের

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২১ ২১:২৪ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ০০:৫৯

ব্যক্তিগত কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। তখনই শঙ্কা জেগেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতেও খেলা হবে না তাঁর। অবশেষে সেটাই হলো। ক্রিকেট অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দিয়েছে জৈব সুরক্ষাবলয়ের বাইরে থাকা মুশফিকুর রহিমের ব্যাপারে কোনো প্রকার ছাড় দিবেন না তারা। মুশফিকের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতামত জানতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

গত ১৪ জুলাই রাতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। এরপর মুশফিক চেয়েছিলেন দলের সঙ্গে জৈব সুরক্ষাবলয়ে ফিরে অস্ট্রেলিয়া সিরিজটা খেলতে। কিন্তু তাঁর খেলা না খেলাটা তখন আর বিসিবি’র হাতে ছিল না। জৈব সুরক্ষাবলয় থেকে বের হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী মুশফিককে ১০ দিনের কোয়ারেনটাইন করেই দলে ঢুকতে হতো। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া শর্ত অনুযায়ী কোয়ারেনটাইনে ঢোকার সময় শেষ হয়ে গেছে গতকালই।

এমন সমস্যার পরও মুশফিক এই সিরিজটি খেলতে চেয়েছিলেন। একারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরাণাপন্ন হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সরাসরি এ ব্যাপারে না করে দিয়েছে।

এ ব্যাপারে বিসিবি’র ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ‘মুশফিকের বাবা-মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরতে হয়েছিল। তারপরেও সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলার জন্য মুখিয়ে ছিল। একারণে আমরা মুশফিকের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার শরণাপন্ন হয়েছিল কিন্তু তারা এ ব্যাপারে কোনো ছাড় দিতে রাজী হয়নি।’

এদিকে বৃহস্পতিবার (২২ জুলাই) এক বিবৃতিতে বিসিবি জানায়, ২৯ জুলাই বাংলাদেশে পা রাখবে অজিরা। এরপর দুই দিনের কোয়ারেনটাইন শেষ করে শুরু করবে অনুশীলন।

কোয়ারেনটাইন পর্ব শেষে ৩ আগস্ট থেকে শুরু হবে সিরিজ। এই সিরিজের প্রত্যেকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের সবকটি ম্যাচ দিবারাত্রির হলেও এখন পর্যন্ত সময় জানায়নি বিসিবি।

সিরিজটি ৩ আগস্ট শুরু হয়ে চলবে ৯ আগস্ট পর্যন্ত। অর্থাৎ মাত্র ৭ দিনেই পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ৩ আগস্ট প্রথমটি এরপরের দিনই হবে দ্বিতীয় ম্যাচটি। তারপর ৫ আগস্ট একদিনের বিশ্রামের পর ৬ ও ৭ তারিখ সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচটি হবে। ৮ তারিখ বিশ্রাম নিয়ে ৯ তারিখ ৫ম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

খেলবেন না মুশফিক টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর