সৌম্য-নাইম-মেহেদি ফিরেছেন টাইগারদের একাদশে
২২ জুলাই ২০২১ ১৬:১৩ | আপডেট: ২২ জুলাই ২০২১ ১৯:৪৪
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। চোটের কারণে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরেছেন তামিম ইকবাল। তাঁর জায়গায় দলে ঢুকেছেন মোহাম্মদ নাইম শেখ। এছাড়া ওয়ানডে সিরিজ সুযোগ না পাওয়া সৌম্য সরকার এবং মেহেদি হাসান একাদশে জায়গা পেয়েছেন। আর ওয়ানডে একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন এবং তাসকিন আহমেদ।
অন্যদিকে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্রাম পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। তাঁর জায়গায় অধিনায়কত্ব করছেন সিকান্দার রাজা।
এটি বাংলাদেশের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে বাংলাদেশের জয় এসেছে ৩২টিতে আর হার ৬৫টি ম্যাচে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাবাহ, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভের, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ডিওন মায়ার্স, লুক জংজি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড গারাভা এবং ব্লেসিং মুজারাবানি।
সারাবাংলা/এসএস
জিম্বাবুয়ে একাদশ জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ একাদশ