শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২০ জুলাই ২০২১ ১৩:০৪ | আপডেট: ২০ জুলাই ২০২১ ১৩:৪৫
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুটিতে জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবারে লক্ষ্য জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে পূর্ণ ৩০ পয়েন্টের। মঙ্গলবার (২০ জুলাই) সেই লক্ষ্যে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটা শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল ৯টায়, বাংলাদেশ সময় দুপুর দেড়টায়
জিম্বাবুয়ের কন্ডিশনে ইতোমধ্যে প্রথম দুই ওয়ানডে বেশ দাপটে সঙ্গেই জিতেছে টাইগাররা। এবার হোয়াইটওয়াশের চ্যালেঞ্জ সামনে। জিম্বাবুয়ের আবহাওয়ার কন্ডিশন বাংলাদেশি ক্রিকেটারদের জন্য পুরোপুরিই ভিন্ন। দেশের মাটিতে মন্থর উইকেটে খেলে বেড়ে উঠা ক্রিকেটাররা জিম্বাবুয়েতে পেয়েছেন গতিময় পিচ।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। আর দ্বিতীয়টিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ পর্যন্ত সাকিব আল হাসানের ব্যাটে ভর করে টাইগারদের জয়। আর তাতেই নিশ্চিত সিরিজ। এবারে লক্ষ্য সিরিজের শেষ ম্যাচের দিকে। এই ম্যাচে জিতলে হোয়াইটওয়াশের সঙ্গে গুরুত্বপূর্ণ আরও ১০টি পয়েন্ট যুক্ত হবে টাইগারদের ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে।
২০২৩ বিশ্বকাপ সরাসরি খেলতে আইসিসি ওয়ানডে সুপার লিগের সেরা সাতে থাকতে হবে বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ তাই টাইগারদের কাছে মহাগুরুত্বপূর্ণ। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে রোডেশিয়ানদের হারিয়ে আরও ১০ পয়েন্ট তুলে নিয়েছে টাইগাররা। তাতেই টাইগারদের সুপার লিগে পয়েন্ট দাঁড়িয়েছে ৭০। ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের চেয়ে বেশি পয়েন্ট আছে কেবল ইংল্যান্ডের। ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নয়রা।
সারাবাংলা/এসএস