Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এগিয়ে এল টাইগারদের টি-টোয়েন্টি সিরিজের সূচি

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২১ ২০:৫২ | আপডেট: ১৯ জুলাই ২০২১ ২২:৫০

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে আগামীকাল (২০ জুলাই)। এরপর ২৩ তারিখ থেকে মাঠে গড়ানোর কথা ছিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে ব্রডকাস্ট প্রোডাকশন কোম্পানির নানান সমস্যার কারণে টি-টোয়েন্টি সিরিজ একদিন করে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি এবং জিম্বাবুয়ে ক্রিকেট।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়ানোর কথা ছিল আগামী ২৩ জুলাই। এরপর দ্বিতীয় ও তৃতীয়টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যথাক্রমে ২৫ ও ২৭ জুলাই। তবে দুই বোর্ডের সম্মতিক্রমে সিরিজটি একদিন এগিয়ে আনা হয়েছে। ২৩ জুলাইয়ের পরিবর্তে সিরিজটি মাঠে গড়াবে ২২ জুলাই। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ জুলাই।

বিজ্ঞাপন

তবে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচিতে পরিবর্তন আসলেও আইসিসি ওয়ানডে সুপার লিগের শেষ ম্যাচ অর্থাৎ দুই দলের মধ্যকার তৃতীয় ওয়ানডেটি মাঠে গড়াবে ২০ জুলাই যথাসময়ে।

সিরিজের সূচিতে পরিবর্তন আসলেও হারের স্পোর্টস ক্লাব মাঠেই অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ।

নতুন প্রদত্ত সূচি:

প্রথম টি-টোয়েন্টি- ২২ জুলাই, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা। (হারারে স্পোর্টস ক্লাব)

দ্বিতীয় টি-টোয়েন্টি- ২৩ জুলাই, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা। (হারারে স্পোর্টস ক্লাব)

তৃতীয় টি-টোয়েন্টি- ২৫ জুলাই, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা। (হারারে স্পোর্টস ক্লাব)

সারাবাংলা/এসএস

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূচি বদলে গেল