বিপদে বাংলাদেশ
১৮ জুলাই ২০২১ ২০:৫৭
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২৭৬ রান তুলেছিল বাংলাদেশ। ফলে আজ দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুুয়ে প্রথমে ব্যাটিং করে যখন ২৪০ রানের বেশি তুলতে পারল না মনে হচ্ছিল আরেকটা সহজ জয় পেতে যাচ্ছে সফরকারীরা। কিন্তু কিসের কী, ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিংয়ে বড় বিপদে বাংলাদেশ।
১৭৩ রানের মাথায় সপ্তম উইকেট হারিয়ে ফেলে তামিম ইকবালের দল। অনেকদিন ব্যাট হাতে অফ ফর্মে থাকা সাকিব আল হাসান দলকে একাই টানছেন। নিউজিল্যান্ড সফর, শ্রীলংকা সফর, ঘরের মাঠের শ্রীলংকা সিরিজ এবং চলতি জিম্বাবুয়ে সিরিজে আগের দুই ম্যাচের মতো আজকের ম্যাচেও বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ।
রোববার (১৮ জুলাই) হারারের স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের ২৪০ রানের জবাব দিতে নেমে শুরুতে বেশ ভালোই এগুচ্ছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস। দশম ওভারে গিয়ে ঘটল বিপত্তি।
দলীয় ৩৯ রানের মাথায় জংওয়ের বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিলেন তামিম ইকবাল (৩৪ বলে ২০)। তারপর আর ১৯ রান যোগ হতেই আরও দুই উইকেট পতন! দলীয় ৪৬ রানের মাথায় ২১ রান করে ফিরে জান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস। চারে নামা মোহাম্মদ মিঠুন টিকতে পেরেছেন মাত্র তিন বল। সেই জংওয়ের বলেই ফিরেছেন ব্যক্তিগত ২ রানের মাথায়।
এরপর মোসাদ্দেক হোসেন শিশুসুলভ এক ভুলে রান আউট হয়েছেন ব্যক্তিগত ৫ রানের মাথায়। বাংলাদেশের স্কোর তখন ৭৪/৪। এরপর দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ কার্যকারী এক জুটি গড়েন। দুজনের ষষ্ঠ উইকেট জুটি ছিল ৫৫ রানের। কিন্তু এরপর অল্প রানের ব্যবধানে মাহমুদউল্লাহ (২৬), মেহেদি হাসান মিরাজ (৬) ও আফিফ হোসেন ধ্রুব (১৫) ফিরলে ফের বিপদে পড়েছ বাংলাদেশ।