Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের ফেরার দিনে আসছে অস্ট্রেলিয়া


১৮ জুলাই ২০২১ ১৬:৫২

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজ শেষে ২৯ জুলাই দেশে ফেরার কথা রয়েছে টিম বাংলাদেশের। আগস্টে তাদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলতে একই দিন ঢাকায় পা রাখার কথা রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলেরও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ সিরিজের ওয়ানডেকে সামনে রেখে দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এতদসংক্রান্ত বিষয়ে গতকালও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সিইও’র সঙ্গে কথা হয়েছে বিসিবি সিইও’র। দুই বোর্ডের সিইও পর্যায়ের ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে আগস্টে সিরিজ আয়োজন নিয়ে বেশ আশাবাদি টাইগার ক্রিকেট প্রশাসন। এখন স্রেফ ক্রিকেট অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক মতামতের অপেক্ষায় লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞাপন

‘সিরিজ নিয়ে আমরা নিয়মিতই আলোচনা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে, আমাদের কিছু শর্ত পূরণের বিষয় রয়েছে যা সম্পন্ন করতে ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছি। আশা করছি সঠিক সময়েই সিরিজটি অনুষ্ঠিত হবে।’ বলছিলেন, বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

একাধীক সুত্র থেকে সারাবাংলা জনতে পেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ২৯ জুলাই দেশে ফিরবে টিম বাংলাদেশ। একই দিনে অজিদেরও ঢাকায় পা রাখার কথা রয়েছে। বিষয়টি কতখানি সত্য? এমন প্রশ্নের জবাবে চৌধুরী জানালেন, ‘আমরাও তেমনি আশা করছি। জিম্বাবুয়ে সিরিজ শেষে যেদিন বাংলাদেশ দল ফিরবে অস্ট্রেলিয়ারও সেদিন আসার কথা রয়েছে।’

মহামরিকালে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি সামনে রেখে বিসিবিকে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে সফরকারি দলটি। এর প্রথমটি হল, সিরিজে দুই দল যে হোটেলে থাকবে তার পুরোটাই বায়ো-বাবল সুরক্ষার মধ্যে রাখতে হবে। বাইরের কোন অতিথি হোটেলে রাখা যাবে না।

বিজ্ঞাপন

দ্বিতীয়ত, বাংলাদেশে আসার সময় তাদের ইমিগ্রেশন বিমানেই সারতে হবে। ঢাকা বিমান বন্দরে নেমে এক মহুর্তও অপেক্ষা করবে না অতিথিরা। তৃতীয়ত, সিরিজে অংশ নেয়া বাংলাদেশি ক্রিকেটারদের অবশ্যই দশদিনের কোয়ারেন্টাইন করতে হবে যারা এই মুহুর্তে দেশে আছেন।

বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খানের দেওয়া তথ্যমতে আগস্টের ২ তারিখ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ সিরিজের টি টোয়েন্টি শুরু হবে যা শেষ হবে ৮ আগস্ট। প্রতিটি ম্যাচই মিরপর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টপ নিউজ নিজাম উদ্দিন চৌধুরী বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর