Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলরের অদ্ভুত আউট!


১৮ জুলাই ২০২১ ১৫:৫৪ | আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৭:৩৮

এভাবেও আউট হওয়া যায়! নিচু মুখে মাঠ ছাড়তে ছাড়তে হয়ে এমনটিই ভাছিলেন ব্রেন্ডন টেলর। জিম্বাবুয়ের অধিনায়ক যেভাবে আউট হলেন এমন ভাবনা শুধু তার না, অনেকেরই হওয়া স্বাভাবিক। বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিং করতে থাকা টেলর অদ্ভূত আউটের শিকার হয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত বেশ দারুণ পারফর্ম করছেন টেলর। একমাত্র টেস্ট ম্যাচের দুই ইনিংসে ওয়ানডে গতিতে যথাক্রমে ৮১ ও ৯২ রান করেছেন। প্রথম ওয়ানেতে করেছেন ২৪ রান। আজও তাকে বড় কাঁটা মনে হচ্ছিল। অন্যপ্রান্তের ব্যাটাররা বাংলাদেশি বোলিং আক্রমণ সামলাতে হাঁসফাঁস করলেও একপ্রান্তে অবলীলায় রান তুলে যাচ্ছেন টেলর। এর মধ্যেই আলসেমি করতে গিয়ে করলেন বড় এক ভুল।

বিজ্ঞাপন

২৫তম ওভারে শরিফুল ইসলালের শর্ট বলে আপার কাট করতে গিয়ে পারেননি। তারপর শটের শ্যাডো প্র্যাকটিস করে ব্যাট নামাতে গিয়ে স্টাম্পে আঘাত করে বসেন, বেলসও পড়ে যায়। নিয়ম মতে আউট। ফলে বাংলাদেশি ফিল্ডাররার বেলস পরে গেলে বাংলাদেশের ফিল্ডাররা আউটের আবেদন করেন। মাঠের দুই আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের স্মরনাপন্ন হন। আউট দিয়ে দেন তৃতীয় আম্পায়ার, অদ্ভুত আউট!

টেলরকে হারিয়ে বেশ বিপদেই পড়েছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখার সময় স্বাগতিকদের স্কোর ৩০ ওভারে ৪ উইকেটে ১৩০। টেলর হিট উইকেট আউট হওয়ার আগে ৫৭ বল খেলে ৫টি চার ১টি ছয়ে ৪৬ রান করেন। এর আগে জিম্বাবুয়ের টপ অর্ডারকে সুবিধা করতে দেননি তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান।

শুরুতেই ওপেনার তিনাশে কামুনহুকামকে আফিফ হোসেনের ক্যাচ বানান তাসকিন। অপর ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে বেশিদূর এগুতে দেননি মেহেদি হাসান মিরাজ। ব্যক্তিগত ১৩ রানে মিরাজের বলে সরাসরি বোল্ড তাদিওয়ানাশে। এরপর রেগিস চাকাভাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা টেলরের।

বিজ্ঞাপন

তৃতীয় উইকেটে দুজনের জুটি ছিল ৪৭ রানের। কিন্তু সেট হওয়া চাকাভা (২৬) সাকিবের দারুণ এক বলে বোল্ড হওয়ার পর টেলর হিট উইকেট আউট হলে আবারও বিপদে পড়েছে জিম্বাবুয়ে।

টপ নিউজ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ব্রেন্ডন টেলর শরিফুল ইসলাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর