Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেক সিংহাসনে বসলেন সাকিব


১৬ জুলাই ২০২১ ২১:৩৫

সাকিব আল হাসান ক্রিকেট মাঠে কতো রেকর্ড গড়েছেন-ভেঙেছেন? এই প্রশ্নের উত্তর সাকিব হয়তো নিজেও জানেন না! সাকিবের অর্জনের পাল্লায় আজ যুক্ত হলো আরেকটা মুকুট। দেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন বাঁহাতি ক্রিকেটার।

এতোদিন এই রেকর্ড ছিল সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দখলে। মাশরাফির আন্তর্জাতিক ওয়ানডে উইকেটের সংখ্যা ২৭০টি। বাংলাদেশের হয়ে ২১৯ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ২৬৯টি, একটি উইকেট পেয়েছিলেন বিশ্ব একাদশের হয়ে।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে সাবিকের উইকেট সংখ্যা ছিল ২৬৯টি। অনেকদিন ব্যাট হাতে ব্যর্থ সাকিব আজ উইকেট নিয়েছেন পাঁচটি। যাতে মাশরাফিকে ছাড়িয়ে অনেকটাই এগিয়ে গেছেন তারকা ক্রিকেটার। বাংলাদেশের জার্সিতে ২১৩ ওয়ানডে খেলে সাকিবের উইকেট সংখ্যা এখন ২৭৪।

বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে দুইশ’র বেশি উইকেট পেয়েছেন আর মাত্র একজন, তারকা স্পিনার আব্দুর রাজ্জাক। বর্তমান জাতীয় দলের নির্বাচকের উইকেট সংখ্যা ২০৭টি। ওয়ানডেতে দেশের পক্ষে সেরা পাঁচ উইকেট শিকারির বাকি দুজন রুবেল হোসেনের উইকেট ১২৯টি, মোস্তাফিজুর রহমানের ১২৪টি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর