Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার লিগে ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান কমাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২১ ২২:০৬

জিম্বাবুয়েকে প্রথম ওয়ানডেতে হারিয়ে ওয়ানডে সুপার লিগের শীর্ষে থাকা ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল বাংলাদেশ। ২০২৩ বিশ্বকাপ সরাসরি খেলতে আইসিসি ওয়ানডে সুপার লিগের সেরা সাতে থাকতে হবে বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ তাই টাইগারদের কাছে মহাগুরুত্বপূর্ণ।

শুক্রবার (১৬ জুলাই) সিরিজের প্রথম ম্যাচে রোডেশিয়ানদের ১৫৫ রানের ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট তুলে নিয়েছে টাইগাররা। তাতেই টাইগারদের সুপার লিগে পয়েন্ট দাঁড়িয়েছে ৬০। ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের চেয়ে বেশি পয়েন্ট আছে কেবল ইংল্যান্ডের। ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নয়রা।

বিজ্ঞাপন

অবশ্য শীর্ষে থাকা ইংল্যান্ড মোট ম্যাচ খেলেছে ১৫টি যেখানে বাংলাদেশের ম্যাচ সংখ্যা ১০টি। এদিকে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল। তবে জিম্বাবুয়েকে হারিয়ে অজিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ৪০। জিম্বাবুয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইওয়াশ করতে পারলে বাংলাদেশ ৮০ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে।

মূলত ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত। তাদের সঙ্গে এই সুপার লিগের শীর্ষ ৭ দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে। বাকি দুই দলকে খেলতে হবে বাছাই পর্ব।

১৫ ম্যাচ খেলে আপাতত শীর্ষে থাকা ইংল্যান্ড ৯ জয়ে পেয়েছে ৯৫ পয়েন্ট। তাদের পরেই অবস্থান বাংলাদেশের। ১০ ম্যাচ খেলে ৬ জয়ে বাংলাদেশের সংগ্রহ ৬০। অস্ট্রেলিয়া ৬ ম্যাচের চারটিতে জিতে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ইংল্যান্ড শীর্ষে ওয়ানডে সুপার লিগ জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ প্রথম ওয়ানডে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর