Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাইয়ের সহজ গ্রুপে বাংলাদেশ


১৬ জুলাই ২০২১ ১৯:৪৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রাথমিক পর্ব পেরুতে হবে বাংলাদেশকে। আর এই পর্বে তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে টাইগারদের সঙ্গী স্কটল্যান্ড, ওমান পাপুয়া নিউগিনি।

শুক্রবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের গ্রুপিং ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রথম পর্বে খেলবে মোট ছয়টি দল। বাকি চার দল শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া পড়েছে গ্রুপ ‘এ’ তে।

বিজ্ঞাপন

র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই পর্বে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাকি ছয় দল এসেছে ২০১৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব পেরিয়ে। এই মোট আট দল থেকে চার দল মূল বিশ্বকাপ খেলা সুযোগ পাবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে।

র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আটটি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নিশ্চিত করেছে আগেই। ওই আট দল হলো- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড, আফগানিস্তান।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু দেশটিতে করোনা পরিস্থিতি অবনতির কারণে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

গ্রুপিং-
প্রাথমিক পর্ব:

‘এ’ গ্রুপ: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও নামিবিয়া।

‘বি’ গ্রুপ: বাংলাদেশ, ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড।

মূল পর্ব:

গ্রুপ-১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন, ‘বি’ গ্রুপ রানার্সআপ

বিজ্ঞাপন

গ্রুপ-২: ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড, আফগানিস্তান, ‘এ’ গ্রুপ রানার্সআপ, ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর