Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শূন্যের রাজাও তামিম


১৬ জুলাই ২০২১ ১৪:৫০ | আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৫:০০

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ব্যাটিংয়ের বেশিরভাগ রেকর্ডই তামিম ইকবালের দখলে। সর্বোচ্চ রান, নির্দিষ্ট ফরম্যাটে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরিসহ প্রায় সবই তামিমের নামে। লজ্জ্বার রেকর্ডেও কিন্তু তামিম সবার উপরে! সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ড ওয়ানডে অধিনায়কের।

হাঁটুর চোটে ভুগছেন তামিম। তবুও ওয়ানডে সুপার লিগের পয়েন্টের কথা চিন্তা করে হাঁটুতে টেপ পেচিয়ে জিম্বাবুয়ে সিরিজটি খেলছেন। ঝুঁকি নিয়ে মাঠে নামা তামিম প্রথম ম্যাচে সফল হতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছেন তামিম।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের উইকেট বেশ পেস বান্ধব। খেলা শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৯টায়। ফলে দিনের প্রথম ঘণ্টায় পেসাররা যে বাড়তি সুবিধা পাবেন সেটা বোঝাই যাচ্ছিল। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম নিজেও বলেছিলেন, আগে ব্যাটিং পেলে প্রথম ঘণ্টায় সাবধান থাকতে হবে। সেভাবেই খেলছিলেন তামিম।

ব্লেসিং মুজারাবানির ইনিংসের প্রথম ওভারে রান নেননি। দ্বিতীয় ওভারে মেডেন দিয়েছেন অপর ওপেনার লিটন দাসও। টানা দুই ওভার মেডেনের ফলে হয়তো রান তোলার একটা তাড়না কাজ করল তামিমের মধ্যে! তৃতীয় ওভারের প্রথম বলটা হাঁকাতে চাইলেন। কিন্তু মুজারাবানির দারুণ সুইং বলটি তামিমের ব্যাটের কানায় চুমু দিয়ে জমা পড়ল উইকেটরক্ষকের গ্লাফসে। সাত বল খেলে শূন্য রানে আউট তামিম। তাতেই হয়েছে লজ্জার রেকর্ডটা।

মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে দেশের পক্ষে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া ব্যাটার এখন তামিম। তিন ফরম্যাটে ওপেনিং ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন ৩৪ বার। মাশরাফি শূন্য রানে আউট হয়েছিলেন ৩৩ বার।

বিজ্ঞাপন

ওয়ানডেতেও সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়া ব্যাটার তামিম। আজ ১৯তম বারের মতো ওয়ানডেতে শূন্য রানে ফিরলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন শূন্য রানে আউট হয়েছিলেন ১৮ বার।

ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়া দেশিয় ব্যাটারদের তালিকায় তামিম, বাশারের পেছনে আছেন যথাক্রমে- মাশরাফি বিন মুর্তজা (১৫ বার), মোহাম্মদ রফিক (১৫ বার), মোহাম্মদ আশরাফুল (১৩ বার)।

সব ফরম্যাট মিলিয়ে শূন্য রানে আউট হওয়ার রেডর্কে তামিম, মাশরাফির পরে মোহাম্মদ আশরাফুল (৩১ বার), মুশফিকুর রহিম (২৬ বার), হাবিবুল বাশার (২৫ বার)।

তামিম ইকবাল বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মাশরাফি বিন মর্তুজা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর