Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম-সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২১ ১৪:১৯ | আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৪:২৩

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। আর শুরুতেই অধিনায়ক তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার মেইডেন দেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস তৃতীয় ওভারের প্রথম বলে মুজারাবানিক্র বলে কাট করতে গিয়ে চাকাবাহর হাতে ক্যাচ তুলে দিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন তামিম ইকবাল।

বিজ্ঞাপন

ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই ফেরা তামিম এদিন ছুঁয়েছেন লজ্জার এক রেকর্ড। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে সবার শীর্ষে এখন দেশ সেরা এই ওপেনার। এতদিন ৩৩টি ডাক নিয়ে শীর্ষে ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। মুজারাবানির বলে কট বিহাইন্ড হয়ে ফেরার পর তামিমের ডাকের সংখ্যা দাঁড়াল ৩৪টিতে। এই তালিকার তিনে আছেন মোহাম্মদ আশরাফুল (৩১টি), চার নম্বরে মুশফিকুর রহিম (২৬টি) এবং পাঁচে আছেন হাবিবুল বাশার (২৫টি)।

এরপর তিনে ব্যাট করতে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে জানান দেন সাকিব আল হাসান উইকেটে এসেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে লিটন দাসকে নিয়ে শুরুর চাপ কাটিয়ে তোলার চেষ্টা করেন সাকিব। তিন বাউন্ডারিতে ইনিংসের ৯ম ওভারে সাকিবের নামের পাশে তখন ১৯ রান। ওই ওভারের দ্বিতীয় বলে অফ সাইডের বাইরের বল কাট করতে গিয়ে কভারে থাকা বার্লের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। এবারেও উইকেট শিকারি সেই মুজারাবানি।

দলীয় ৩২ রানের মাথায় ব্যক্তিগত ২৫ বলে ১৯ রান করে ফেরেন সাকিব। এরপর চতুর্থ উইকেটে ব্যাট করতে নামেন মোহাম্মদ মিঠুন। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান। উইকেটে আছেন লিটন দাস (৭) এবং মোহাম্মদ মিঠুন (৫)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ টপ নিউজ তামিম ইকবাল প্রথম ওয়ানডে সাকিব আল হাসান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর