একাদশে তিন পেসার, ছিটকে গেলেন মোস্তাফিজ
১৬ জুলাই ২০২১ ১৩:৪২ | আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৫:৪২
গোঁড়ালির চোটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছিটকে গেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তবুও তিন ম্যাচ সিরিজের প্রথম এই ম্যাচে সেরা একাদশে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। আর স্পিনার আছেন দুজন।
পেস বোলিং বিভাগে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে থাকছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। আর স্পিনিং বিভাগে সাকিব আল হাসানকে সঙ্গ দিবেন মেহেদি হাসান মিরাজ।
এরআগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে সফরকারি বাংলাদেশ দল।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেইলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, টিমাইসেন মারুমা, টাডিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ওয়েসলি মাধেভেরে।
সারাবাংলা/এমআরএফ/এসএস