প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে
১৬ জুলাই ২০২১ ১৩:০৩
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হারারেতে মুখোমুখি বাংলাদেশ দল। শুক্রবার (১৬ জুলাই) সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ে দলপতি ব্রেন্ডন টেইলর।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটা শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল ৯টায়, বাংলাদেশ সময় দুপুর দেড়টায়
জিম্বাব্যের কন্ডিশনে ইতোমধ্যে একমাত্র টেস্ট বেশ দাপটে সঙ্গেই জিতেছে টাইগাররা এবার ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ সামনে। জিম্বাবুয়ের আবহাওয়ার কন্ডিশন বাংলাদেশি ক্রিকেটারদের জন্য পুরোপুরিই ভিন্ন। দেশের মাটিতে মন্থর উইকেটে খেলে বেড়ে উঠা ক্রিকেটাররা জিম্বাবুয়েতে পেয়েছেন গতিময় পিচ। বাংলাদেশ ১৬ ম্যাচে আগে দলটির বিপক্ষে হেরেছিল সেটা ছিল জিম্বাবুয়ের মাটিতে। সেবার সিরিজও হেরেছিল টাইগাররা। বাংলাদেশের বড় চিন্তার কারণ হয়তো দলের অবস্থা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘১৬ ম্যাচ একটানা জিতেছি, তবে আমাদের লড়াই করতে হয়েছে। এমন না যে গেলাম আর জিতলাম। এমনও পরিস্থিতি ছিল, লড়াই করে সেসব জায়গা থেকে বের হয়ে আসতে হয়েছে। এটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, এখানে ভিন্ন চ্যালেঞ্জ। এর আগে ১৬ ম্যাচই দেশে ছিল। আমি যেটা বললাম, আমাদের “এ” ক্যাটাগরির গেমটাই খেলতে হবে।’
তামিম বলেন, ‘জিম্বাবুয়েতে ২-৩টা সিরিজ খেলেছি তবে ৬-৭ বছর আগে। (কাল) সাড়ে নয়টায় ম্যাচ শুরু হবে, তাই বোলাররা শুরুতে সুবিধা হবে বিশেষ করে প্রথম ঘণ্টায়। এটা চ্যালেঞ্জিং হবে যদি আগে ব্যাট করি। আগে ব্যাট করলে সাবধান থাকতে হবে।’
সারাবাংলা/এসএস