Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ওয়ানডেতে অনিশ্চিত মোস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ১২:৩৭ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ১২:৪৩

রাত পোহালেই হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শুরু হচ্ছে জিম্বাবুয়ে-বাংলাদেশ ওয়ানডে সিরিজ। কিন্তু গোড়ালির চোটে সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজুর রহমান।

গতকাল জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান বাঁ হাতি এই পেসার। এরপর আর বোলিংয়ের ফেরা হয়নি। চোট পেয়ে বাইরে চলে যাওয়া মোস্তাফিজকে ২ দিন পর্যবেক্ষণে রাখা হয়েছে। যার প্রথম দিন যাচ্ছে আজ আগামীকাল শেষ হবে দ্বিতীয় দিন। কাজেই স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সারাবাংলাকে এ তথ্য দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানালেন, ‘মোস্তাফিজের গোড়ালিতে একটা স্প্রেইন আছে। কাজেই এখনই বলা যাচ্ছে না তিনি প্রথম ওয়ানডেতে খেলবেন কিনা। কেননা তাকে দুইদিনের পর্যবেক্ষণে রাখতে হবে।’

বুধবার জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাঁচ বল শেষে গোড়ালির চোটে মাঠের বাইরে চলে যান মোস্তাফিজ।

আগামীকাল থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের ম্যাচগুলো যথাক্রমে অনুষ্ঠিত হবে ১৬, ১৮ এবং ২০ জুলাই। সিরিজের সবকটি ম্যাচই হারের স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ওয়ানডে সিরিজ গোড়ালিতে চোট জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ টপ নিউজ প্রথম ওয়ানডেতে অনিশ্চিত মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর