মুশি’র বাবা মা করোনায় আক্রান্ত
১৪ জুলাই ২০২১ ১৫:৫৯ | আপডেট: ১৪ জুলাই ২০২১ ১৯:২০
করোনাভাইরাসে আক্রান্ত মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা ও মা রহিম খাতুন। সে জন্যই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরছেন টাইগার মিডল অর্ডার।
গতকাল পর্যন্ত কথা ছিল স্বাগতিকদের বিপক্ষে সিরিজ শেষ করে তবেই দেশে ফিরবেন মিস্টার ডিপেন্ডেবল। কিন্তু তাঁর একদিন না যেতেই বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় তিনি আজই দেশে ফিরবেন।
আরও পড়ুন: ওয়ানডে, টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরছেন মুশফিক
কেন? তা বের করতে গিয়ে সারাবাংলা জানতে পারে তার বাবা, মা করোনায় আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যে তারা ঢাকায় রওনা হয়ে গিয়েছেন। এসময়ে তাদের পাশে থাকতেই সিরিজ রেখে দেশে ফিরছেন লাল সবুজের সবচেয়ে ধারাবাহিক এই ব্যাটার।
বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছে।
তিনি বলেন, ‘ওর বাবা, মা করোনায় আক্রান্ত। শারীরিক অবস্থা খুব একটা ভাল না বিধায় বগুড়া থেকে ঢাকায় আসছেন চিকিৎসার জন্য। সেকারণেই মুশফিক ফিরে আসছেন।’
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি নিজেদের করে নিয়েছে সফরকারি বাংলাদেশ। আগামি ১৬, ১৮ ও ২০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের ওয়ানডে। একই ভেন্যুতে ২৩, ২৫ ও ২৭ জুলাই গড়াবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি।
সারাবাংলা/এমআরএফ/এসএস