জিম্বাবুয়েতে পাওয়া জয় চ্যাম্পিয়নশিপ আত্মবিশ্বাস জোগাবে
১১ জুলাই ২০২১ ২২:০৪ | আপডেট: ১২ জুলাই ২০২১ ০৫:১৫
জিম্বাবুয়ের ঘরের মাঠে তাদের বিপক্ষে পাওয়া টেস্ট সিরিজে জয় টেস্ট চ্যাম্পিয়নশিপের আসন্ন আসরে বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন টাইগার টেস্ট অধিনায়ক মমিনুল হক।
গেল মাসে শেষ হল টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। যেখানে ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের উৎসব করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামী বছরের শুরুতেই। সেখানে দারুণ কিছু করতে জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া ২২০ রানের এই জয় লাল সবুজের দলকে জ্বালানি যোগাবে বলে মনে করেন প্রিন্স অব কক্সবাজার।
রোববার (১১ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে তিনি এ কথা জানান।
টাইগার টেস্ট দম্পতি বলেন, ‘অবশ্যই, এই টেস্টটা আমাদের উজ্জীবিত যে ভাবটা আছে, মানে, কনফিডেন্সটা বিল্ড আপ করবে। সবার ভেতর আত্মবিশ্বাস গড়ে উঠবে। সবাই সবার রোলটা বুঝতে পারবে।’
‘প্ল্যানিং তো অবশ্যই আছে। এখন ছোট ছোট যে প্রসেস, আগের টেস্টে করতে পারি নাই, উন্নতি করার চেষ্টা করি। হয়তো আগের টেস্টে হয় নাই, এবার আল্লাহর রহমতে হয়েছে। বড় প্ল্যান না করে ছোট প্রসেস যাতে ইমপ্রুভ করতে পারি।’
জিম্বাবুয়ে টেস্টে বাংলাদেশের বোলিং আক্রমনভাগে দেখা যায়নি স্পেশালিস্ট আবু জায়েদ রাহিকে। এই বিভাগের গুরু দায়িত্ব সামলেছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। দুই ইনিংসে তাসকিন ৫ উইকেট পেলেও এবাদতের শিকার মাত্র ১টি। আনকেই তাই ধারণ করছেন তাসকিনের মত গতি তারকার সঙ্গে আবু জায়েদ রাহির সুইং টনিক হিসেবে কাজ করত। কিন্তু রাহি তো নেই। কেন নেই? কারণ হিসেবে ফ্লাট উইকেটের বড় দেখছেন লিটল মাস্টার।
‘উইকেট অনেক ফ্ল্যাট ছিল। স্লো ছিল। এমন উইকেটে রাহির চেয়ে একজন জোরে বল করা পেসার দরকার ছিল। এমন না যে রাহিকে আমরা একেবারে ফেলে দিচ্ছি। এই উইকেটে একটু জোরে বল করা পেসার দরকার ছিল, তাই ইবাদতকে নেওয়া।’