Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহমুদউল্লাহর বিদায় বেলায় বাংলাদেশের দারুণ জয়


১১ জুলাই ২০২১ ১৮:৩৯ | আপডেট: ১১ জুলাই ২০২১ ২১:১২

জয়ের রাস্তাটা পাকা করাই ছিল বাংলাদেশের। হারারে টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪৭৭ রানের বিশাল লিড গড়ে মুমিনুল হকের দল। জিম্বাবুয়ে যে এতো বড় রান তাড়া করার মতো দল নয় সেটা কালই বুঝা গেছে। কাল শেষ বিকেলে তিন উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। জয়ের জন্য আজ শেষ দিনের তিন সেশনে সাত উইকেট দরকার ছিল বাংলাদেশের। অতোটা সময় লাগলই না তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজদের। দিনের খেলার এক সেশনেরও বেশি সময় বাকি থাকতে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস ২৫৬ রানে থামিয়ে ২২০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের এটা দ্বিতীয় টেস্ট জয়, প্রথম সিরিজ জয়।

বিজ্ঞাপন

হারারে টেস্টের সব আলো এখন মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। অপরাজিত ১৫০ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন বলে নয়, হঠাৎ-ই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। প্রায় ১৭ মাস পর টেস্ট দলে ডাক পেয়েছিলেন ঘটনাচক্রে। ফিরেই দলের বিপদে ১৫০ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। টেস্ট খেলার সামর্থ যে তার ভালোই আছে এই ইনিংসে সেটা দেখিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। খুব করেই এমন একটা জানান দিতে চাইছিলেন রিয়াদ। আর সেটা যখন হয়ে গেল টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের কারও সঙ্গে কথা না বলেই ড্রেসিংরুমে সতীর্থদের জানিয়ে দেন, টেস্ট আর খেলছি না। আজ হারারে টেস্টের পঞ্চম দিনের শুরুতে সতীর্থরা রিয়াদকে গার্ড অব অনার দিয়ে অবসর গুঞ্জনটা নিশ্চিত করেছিলেন। এতোকিছুর মধ্যে এটাকে মাহমুদউল্লাহর টেস্ট বলাই যায়!

বিজ্ঞাপন

বিদায় বেলায় তারকা এই ক্রিকেটারকে জয় উপহার দেওয়ার একটা তাড়না নিশ্চয় ছিল বাংলাদেশি ক্রিকেটারদের। তাসকিন, মিরাজ, সাকিবরা হারারেতে সেটা পেরেছেনও। জিম্বাবুয়ে ৩ উইকেটে ১৪০ রান নিয়ে আজ পঞ্চম দিন শুরু করে। দিনের শুরু থেকেই স্পিনারদের ওপর ভরসা করেছেন মুমিনুল হক। একপ্রান্ত থেকে বোলিং করছিলেন সাকিব আল হাসান, অন্যপ্রান্ত থেকে মিরাজ।

দিনের প্রথম, দ্বিতীয় সাফল্যও ধরা দিয়েছে স্পিনের হাত ধরেই। দিনের ১৮তম ওভারে প্রথম উইকেট পায় বাংলাদেশ। এর আগে অবশ্য তিনটা ক্যাচ পড়েছে। সাকিবের বলে মায়ার্সের ক্যাচ নিতে পারেননি উইকেটরক্ষক লিটন তাস। মায়ার্সের ফিরতি ক্যাচ নিতে পারেননি তাসকিন আহমেদও। ডোনাল্ড তিরিপানোকেও একবার ’জীবন’ দিয়েছে বাংলাদেশি ফিল্ডিং। খুব বেশিদূর অবশ্য এগুতে পারেনি তারা।

মিরাজের বলে শর্ট মিড উইকেটে সাদমান ইসলাম অনিকের হাতে ক্যাচ তুলে দেন মায়ার্স (২৬)। দুই বল পরই মিরাজের ডেলিভারি বুঝতে না পেরে এলবিডব্লিউ মারুমা। কিছুক্ষণ পর গতির ঝড়ে রয় কাইয়া ও রেগিস চাকাভাকে ফিরিয়েছেন তাসকিন।

ফুল লেংথ থেকে ভেতরের দিকে ঢোকা বল মিস করে এলবি হয়েছেন কাইয়া। আর ফুল লেংথের বলে ব্যাট-প্যাড কোনটিরই সংযোগ ঘটাতে ব্যর্থ চাকাভা সরাসরি বোল্ড। জোড়ায় জোড়ায় উইকেট হারানো জিম্বাবুয়ে ৭ উইকেটে ১৭৬ রান নিয়ে লাঞ্চে যায়। তার পরের সময়টা বেশ ভুগতে হলো বাংলাদেশকে। ভিক্টর নাইওচি ও পেসার ব্লেসিং মুজারাবানি মিলে নবম উইকেট বলার মতো একটা জুটি গড়তে পেরেছেন।

দুজনের নবম উইকেট জুটি ছিল ৩৬ রানের। দশম উইকেট জুটিতে রিচার্ড নাগারাভাকে নিয়ে ৩২ রান তোলেন মুজারাবানি। মুজারাবানি ৫১ বলে ৩০ রান করে শেষ অবদি অপরাজি ছিলেন। মিরাজের চতুর্থ শিকার হওয়ার আগে ১০ রান করেন নাগারাভা।  এর আগে ডোনাল্ড তিরিপানোকে (৫২) ফিরিয়ে ম্যাচের প্রথম উইকেটের দেখা পান ইবাদত হোসেন।

৮২ রান খরচায় তুলে নিয়েছেন চার উইকট। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মিরাজ দ্বিতীয় ইনিংসে চার উইকেট পেয়েছেন ৬৬ রান খরচায়। বাকি উইকেটটি সাকিব আল হাসানের।

এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের ১৫০, লিটন দাসের ৯৫, তাসকিন আহমেদের ৭৫ ও মুমিনুল হকের ৭০ রানে প্রথম ইনিংসে ৪৬৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। পরে মিরাজ পাঁচ উইকেট ও সাকিব চার উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে ২৭৬ রানে গুটিয়ে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে লিডের পাহাড় গড়ে বাংলাদেশ।

শান্ত ১১৮ বলে ১১৭ রান করেন। সাদমান ১৯৬ বলে ১১৫ রান করেন। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ঘোষণা করে ১ উইকেটে ২৮৪ রানে। যাতে দুই উইকেট মিলিয়ে ৪৭৭ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জিম্বাবুয়ে আজ দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানে অলআউট হয়ে বাংলাদেশের ২২০ রানের জয় নিশ্চিত করল।

টপ নিউজ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর