Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির হাতে শোভা পেল আন্তর্জাতিক শিরোপা

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২১ ০৮:৩৯ | আপডেট: ১১ জুলাই ২০২১ ১৩:৩৪

আর্জেন্টিনার হয়ে টানা তিন বছরে তিনটি ফাইনাল হেরেছিলেন লিওনেল মেসি। সেবার তো অভিমানে অবসরও নিয়ে নিয়েছিলেন তিনি। তবে দলের প্রয়োজনের সময় আবারও ফিরেছেন, গায়ে চড়িয়েছেন জার্সি; হাতে দিয়েছেন অধিনায়কের আর্মব্যান্ড। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে মোট চারটি ফাইনাল হারের পর পাঁচে এসে ঘুচল মেসির অপেক্ষার অবসান। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। আর তাতেই মেসির শিরোপা কেবিনেটের আন্তর্জাতিক শিরোপা শূন্য জায়গটাও পূর্ণ হলো।

বিজ্ঞাপন

বার্সেলোনার জার্সি গায়ে চড়িয়ে জয় করেছেন গোটা বিশ্ব। ক্লাবের হয়ে সম্ভাব্য সকল কিছুই জিতেছেন একাধিকবার। তবে আক্ষেপ ছিল ওই যে জাতীয় দলের হয়ে একটি শিরোপার। সেই আক্ষেপ ঘুচলো এবার, স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসিই। গোটা টুর্নামেন্ট কাটিয়েছেন স্বপ্নের মতোই।

টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ ৪টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫টি গোল। যা কোপা আমেরিকার ইতিহাসের এক আসরের সর্বোচ্চ। এত গোল কোনো আসরে ছিল না কারও। টুর্নামেন্টে হ্যাভিয়ের মাসচেরানোকে ছাড়িয়ে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। এরপর স্পর্শ করলেন কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও।

আর্জেন্টিনাকে এর আগে মোট চারবার মেজর টুর্নামেন্টের ফাইনালে নিয়ে গেলেও একবারও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি মেসির। ২০০৭ সালে ব্রাজিলের কাছে কোপা আমেরিকার ফাইনালে হেরেছিলেন লিওনেল মেসিরা। এরপর ২০১৪ সালে জার্মানির বিপক্ষে এই মারাকানা স্টেডিয়ামেই হেরেছিলেন বিশ্বকাপ শিরোপা। তারপর টানা দুই বছর চিলির কাছে টাইব্রেকারে কোপা আমেরিকার শিরোপা হারিয়েছিলেন লিওনেল মেসি।

সেই অপেক্ষার অবসান ঘটল। মেসির হাতে উঠলো রূপালি শিরোপাটি। এবারের কোপা আমেরিকার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে লিওনেল মেসি। দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন এই তারকা। টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে প্রতিটি মিনিটই খেলেছেন লিওনেল মেসি। আগেই শেষ চার নিশ্চিত হলেও নেননি বিশ্রাম। রক্তাক্ত পা নিয়ে খেলেছেন সেমি-ফাইনালের দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা কোপা আমেরিকা ২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন টপ নিউজ লিওনেল মেসি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর