Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়েকে কাল শুরুতেই বিপদে ফেলতে চায় বাংলাদেশ


১১ জুলাই ২০২১ ০১:২৩ | আপডেট: ১১ জুলাই ২০২১ ০১:২৭

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে পরিস্কার ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ৪৭৬ রানের বিশাল লিড পেয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে তিনটা উইকেটও তুলে নিয়েছে সফরকারীরা। ম্যাচ জিততে হলে কাল সারা দিনে সাত উইকেট দরকার মুমিনুল হকের দলের। সেই লক্ষ্যে কাল দিনের শুরুতেই জিম্বাবুয়েকে বিপদে ফেলতে চায় বাংলাদেশ। সফরকারীরা এখনো এগিয়ে আছে ৩৩৭ রানে।

বিজ্ঞাপন

নিশ্বন্দেহে ম্যাচ বাঁচানো কঠিন হবে জিম্বাবুয়ানদের জন্য। একটু পেছনে ফিরে তাকালেও সেটা ভালোভাবে বুঝা যাবে। প্রথম ইনিংসে মাত্র ৫১ রানে শেষ সাত উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। সেখানে বাংলাদেশের হাতে রান আছে ৩৩৭ এবং পুরো একটা দিন।

আজ দিনের খেলা শেষ হলে সেই কথাগুলোই বলছিলেন সাদমান ইসলাম অনিক ও নাজমুল হোসেন শান্ত। আজ দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন দুজনই। শান্ত ১১৮ বলে অপরাজিত ১১৭ রান করেছেন। সাদমান ১৯৬ বলে ১১৫ রান করে অপরাজিত ছিলেন। এই দুজনের সেঞ্চুরিতেই লিডের পাহাড় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। দিন শেষে দুজনেই বলেছেন, কাল শুরুতেই প্রতিপক্ষের উইকেট তুলে নিয়ে ম্যাচ জিততে চায় বাংলাদেশ।

ওপেনার সাদমান বলেন, ‘আশা করি আমরা যে সংগ্রহ দাঁড় করেছি ইনশাআল্লাহ খুব ভালো অবস্থায় আছি। আগামীকাল এরকম টাইট বোলিং করলে দ্রুত ম্যাচ জিতব ইনশাআল্লাহ।’

শান্ত বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ এখনও আমরা ভালো অবস্থানে আছি। তবে এখনও অনেক কাজ করার বাকি আছে। উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য ভালো। তাই বোলার ও ফিল্ডারদের অনেক পরিশ্রম করতে হবে। কাল শুরুতেই ২-৩টি উইকেট তুলে নিলে সহজ হবে।’

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সাদমান ইসলাম

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর