সাকিব-মিরাজ ঝলকে চালকের আসনে বাংলাদেশ
৯ জুলাই ২০২১ ২১:০৯ | আপডেট: ১০ জুলাই ২০২১ ০০:০০
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের একাদশ দেখে প্রশ্ন তুলছিলেন অনেকেই। সাকিব আল হাসানের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে মেহেদি হাসান মিরাজকে নিয়ে একাদশে পেসার রাখা হয়েছিল দুইজন। সেটাই নিয়েই ছিল আপত্তি। কারণ হারারে স্পোর্টস ক্লাব মাঠের পিচ বরাবরই পেসারদের জন্য সহায়ক, সেখানে মাত্র দুই পেসার কেন! অথচ অমন পিচেও ছড়ি ঘুড়ালেন বাংলাদেশি স্পিনাররা। শুরুতে সুবিধা করতে না পারলেও পরে হঠাৎ-ই জিম্বাবুয়েকে কাবু করেছে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের স্পিন। মাত্র ৫১ রানের ব্যবধানে শেষ আট উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে ২৭৬ রানে গুটিয়ে দিয়েছেন দুজন। সাকিব নিজের থলিতে ভড়েছেন চার উইকেট, মিরাজ পেয়েছেন ক্যারিয়ারের অষ্টম পাঁচ উইকেটের দেখা।
প্রথম ইনিংসে ১৯২ রানের লিড পাওয়া বাংলাদেশ শেষ বিকেলে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে বিনা উইকেটে ৪৫ রান তুলেছে। অর্থাৎ এখনই বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৩৭ রানে। কাল লিডটা নিশ্চয় জিম্বাবুয়ানদের নাগালের বাইরে নিতে চাইবেন সফরকারীরা। প্রথম ইনিংসে দৃষ্টিকটুভাবে আউট হওয়া তরুণ ওপেনার সাইফ হাসান আজ বেশ ভালোই খেলেছেন। ২০ রানে অপরাজিত আছেন তিনি। অপর প্রান্তে ২২ রানে অপরাজিত অপর ওপেনার সাদামান ইসলাম।
১ উইকেটে ১১৪ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করা জিম্বাবুয়ে প্রথম সেশনে দারুণ খেলেছে। এই সেশনে শুধু ব্রেন্ডন টেলরের উইকেটটি হারিয়ে ৯৫ রান তোলে স্বাগতিকরা। তবে পরের দুটো সেশন পুরোপুরি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। যাতে নেতৃত্ব দিলেন সাকিব-মিরাজ।
গতকাল সাকিব আল হাসানই বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছিলেন। দ্বিতীয় সেশনে আরও দুই উইকেট পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু মিরাজ কেন জানি উইকেট পাচ্ছিলেন না। ফর্মে থাকা তরুণ স্পিনিং অলরাউন্ডার আক্ষেপটা ঘুচালেন দিনের তৃতীয় সেশনে এসে। এই সেশনে জিম্বাবুয়ের পতন হওয়া পাঁচ উইকেটের চারটিই তুলে নিয়েছেন তিনি। প্রথম সেশনে টেলরকে ফেরা মিরাজের দিন শেষে বোলিং ফিগার ৮২/৫। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে অষ্টমবার পাঁচ উইকেট পেলেন তিনি।
উইকেট মাত্র একটা পেলেও তাসকিন আহমেদ আজ দারুণ বোলিং করেছেন। মুভমেন্ট না পেলেও লাইন লেংথে স্বাগতিক ব্যাটারদের বারবার বিপদে ফেলছিলেন ডানহাতি পেসার। যার সুফলই হয়তো পেয়েছেন দুই স্পিনার! তাসকিন অফস্টাম্পের বাইরে বল দিয়ে ব্যাটারদের বারবার প্রলুব্ধ করছিলেন। তার এমনই এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন রয় কাইয়া (০)।
ডিনো মায়ার্স, তিমিসেন মারুমারা দেখেশুনে এগুচ্ছিলেন। তবে সাকিবের বোলিংয়ে ছিল বৈচিত্র্য। তাতেই কাটা পড়েছেন মারুমা, মায়ার্স। ব্যক্তিগত ২৭ রানের মাথায় সাকিবের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়েছেন মায়ার্স। মারুমা ১৭ বল খেলে রানের খাতা খোলার আগেই সাকিবের বলে এলবিডব্লিউ হয়েছেন।
তৃতীয় সেশনের শুরুতেই মিরাজের শিকার কাইতানো। ওপেনিংয়ে অভিষিক্ত হিসেবে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলার পর মিরাজের লেগসাইডের বলে ফ্লিক করতে গিয়ে কট-বিহাইন্ড হয়েছেন ৮৭ রানের মাথায়। ৩১১ বল খেলে ৯টি চারের সাহায্যে এই রান করেছেন তিনি। খানিক পরে মিরাজের নিচু হওয়া বল বুঝতে না পেরে এলবিডব্লিউ তিরিপানো। মুজারাবানি লাইন মিস করে সরাসরি বোল্ড। সাকিব শেষটা মুড়িয়ে দিলে মাত্র ১৫ রানে শেষ পাঁচ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।
স্বাগতিকদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ব্রেন্ডন টেলর। ৮১ রান করেছেন ৯২ বলে ১২টি চার ১টি ছয়ের সাহায্যে। ক্যারিয়ারের পাঁচ টেস্ট সেঞ্চুরির মধ্যে চারটিই বাংলাদেশের বিপক্ষে করা টেলর আজও দিনের শুরতে বেশ ভালোই ভুগিয়েছে। সাকিব শেষ পর্যন্ত ৩৪.৫ ওভার বোলিং করে ৮২ রান খরচায় নিয়েছেন চার উইকেট।
এর আগে মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তাসকিন আহমেদ ও মুমিনুল হকের ব্যাটে ৪৬৮ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। মাহমুদউল্লাহ অপরাজিত ১৫০, লিটন দাস ৯৫, তাসকিন আহমেদ ৭৫ ও মুমিনুল হক ৭০ রান করেন। জিম্বাবুয়ের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি।
তাসকিন আহমেদ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান