Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের বিপক্ষে মেসিকে সমর্থন করায় খেপেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০২১ ১৯:৫২ | আপডেট: ৯ জুলাই ২০২১ ১৯:৫৩

যুগের পর যুগ ধরে ব্রাজিল আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। তবে তা ফুটবল মাঠেই সীমাবদ্ধ। বাংলাদেশে যেমন এই তর্ক ফুটবল মাঠ থেকে বাইরেও ছড়িয়ে পড়ে লাতিন আমেরিকায় দৃশ্যটা ঠিক এমন নয়। ফুটবলে একে অপরের প্রতিপক্ষ হলেও দুই দেশে দুই দলের সমর্থকও আছে অনেক।

গোটা বিশ্বের মতো ব্রাজিলেও লিওনেল মেসির অসংখ্য ভক্ত-সমর্থক রয়েছে। আর এ কারণেই অনেক ব্রাজিলিয়ানও এবার কেবল লিওনেল মেসির জন্যই দেশের বিপক্ষে খেলতে নামা আর্জেন্টিনাকে সমর্থন করছেন। আর তাতেই বেশ ক্ষিপ্ত হয়েছেন নেইমার জুনিয়র।

বিজ্ঞাপন

আরও পড়ুন: মেসির প্রতি সম্মান আছে কিন্তু জিতবে একজনই: নেইমার

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালে থাকবে দর্শক

রোববার (১২ জুলাই) কোপা আমেরিকার ফাইনালের আগে নেইমার ক্ষিপ্ত বাণী ছুঁড়েছেন এমন সমর্থকদের উদ্দেশে। ফাইনালে যে সকল ব্রাজিলিয়ান আর্জেন্টিনাকে সমর্থন করবেন তাদের নরকে যাওয়ার কথাও বলেছেন নেইমার।

নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে নিজের সব রাগ উগড়ে দিয়েছেন ব্রাজিলকে ফাইনালে তোলা নেইমার।

তিনি লিখেন, ‘আমি একজন ব্রাজিলিয়ান, এটা আমার কাছে অনেক গর্বের ও ভালোবাসার। আমার সবসময় স্বপ্ন ছিল ব্রাজিল জাতীয় দলের খেলা ও ভক্তদের একসঙ্গে তোলা সুরে কান জুড়ানোর। আমি কখনোই (ব্রাজিলের) বিরুদ্ধে অবস্থান করিনি কিংবা করবো না, যদি তারা (ব্রাজিল) খেলাধুলায়, মডেলিং প্রতিযোগিতায়, অস্কারে কোনও কিছুর জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।’

নেইমার আরও বলেন, ‘যদি ব্রাজিল থাকে, তাহলে আমি ব্রাজিল এবং যারা ব্রাজিলিয়ান, তারা কি বিষয়টাকে অন্যভাবে দেখেন? আচ্ছা, ঠিক আছে। আমি তাদেরকে (ব্রাজিলিয়ান হয়েও ব্রাজিলের বিপক্ষে থাকাদের) আমি সম্মান করবো, কিন্তু তোমরা নরকে যাও… যারা বিরুদ্ধে থাকবে (ব্রাজিলের)।’

বিজ্ঞাপন

এদিকে মেসির সঙ্গে দারুণ বন্ধুত্ব নেইমারের সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে ফাইনালের আগে বন্ধুত্বকে পাত্তা দিচ্ছে না নেইমার। মাঠের লড়াইয়ে মেসি কেবলই তাঁর প্রতিপক্ষ। ফাইনালের সুপার ক্লাসিকোর আগে নেইমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন শিরোপা জয় ব্যতীত অন্যকিছুই ভাবছেন না নেইমার। তিনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি যে, মেসি হলো আমার দেখা সেরা খেলোয়াড়। সে আমার খুব ভালো ভালো বন্ধু। কিন্তু এখন আমরা ফাইনালে। আমরা এখন প্রতিদ্বন্দ্বী। আমি জিততে চাই। আমি সত্যিই এই শিরোপাটা জিততে চাই, যা হবে আমার প্রথম কোপা আমেরিকা।’

সারাবাংলা/এসএস

কোপা আমেরিকা ২০২১ টপ নিউজ নেইমার ক্ষিপ্ত ব্রাজিল বনাম আর্জেন্টিনা সুপার ক্লাসিকো

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর