ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে
৯ জুলাই ২০২১ ১৫:৩০ | আপডেট: ৯ জুলাই ২০২১ ১৫:৫১
মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদের অসাধারণ এক জুটির ওপর ভর করে হারারে টেস্টে ৪৬৮ রানের বড় স্কোর গড়েছিল আগে ব্যাটিং করা বাংলাদেশ। পরে জিম্বাবুয়েও জবাবটা কিন্তু বেশ ভালোই দিচ্ছে। ২ উইকেটে ২০০ রান তুলে ফেলেছেন স্বাগতিকরা।
তৃতীয় দিনের লাঞ্চের আগে জিম্বাবুয়ের স্কোর ২ উইকেটে ঠিক ২০৯। অর্থাৎ এখনো ২৫৯ রানে পিছিয়ে আছেন স্বাগতিকরা। ৬৩ রানে ক্রিজে আছেন ওপেনার কাইতানো। তার সঙ্গে ২১ রানে অপরাজিত ডিনো মায়ার্স।
১ উইকেট ১১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা জিম্বাবুয়ের হয়ে আজ সকালে বাংলাদেশকে ভোগালেন ব্রেন্ডন টেলর। টেলর টেস্টে বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভয়ঙ্কর। টেস্ট ক্যারিয়ারের ৫টি সেঞ্চুরি চারটিই এই বাংলাদেশের বিপক্ষে। আগের দিন ৩৭ রানে অপরাজিত থাকা টেলর আজ দিনের শুরু থেকেই দারুণ খেলছিলেন।
বাংলাদেশের পেস-স্পিন মিশেল আক্রমণের বিপক্ষে ওয়ানডে গতিতে রান তুলেছেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক। সেঞ্চুরির সম্ভবনা জাগিয়ে কাটা পড়েছেন অবশ্য সেই অতিআক্রমণাত্মক হতে গিয়েই। মেহেদি হাসান মিরাজের সাধারণ এক ডেলিভারি পা বাড়িয়ে টেনে স্লগ করার চেষ্টা করতে গিয়ে স্কয়ার লেগে ইয়াসির আলির হাতে ক্যাচ তুলে দিয়েছেন টেলর। তার আগে ৯২ বলে করেছেন ৮১ রান। তার ইনিংসে চার ১২টি, ছক্কা ১টি।
টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের সাফল্য ওই একটাই। এর আগে মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তাসকিন আহমেদ ও মুমিনুল হকের ব্যাটে ৪৬৮ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।
মাহমুদউল্লাহ অপরাজিত ১৫০, লিটন দাস ৯৫, তাসকিন আহমেদ ৭৫ ও মুমিনুল হক ৭০ রান করেন। জিম্বাবুয়ের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি।