Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাপহীন থেকে লড়াই করে ম্যাচে ফিরেছি: অ্যাশলে প্রিন্স

স্পোর্টস ডেস্ক
৮ জুলাই ২০২১ ০০:১৯

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে যাত্রা শুরু করলেন অ্যাশলে প্রিন্স। আর প্রথম সিরিজেই টাইগার টপ অর্ডার ব্যর্থতার ছায়ায় ঢাকা পড়ে গেছে। তবে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদের দৃঢ়তায় চাপহীন থেকে লড়াই করেই ম্যাচে ফিরেছে বাংলাদেশ বলে মত টাইগার ব্যাটিং কোচ অ্যাশলে প্রিন্সের।

দিনের শুরুটা হলো ভুলে যাওয়ার মতো। প্রথম দুই সেশনই আসলে ভুগল বাংলাদেশ। তবে লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে শেষ সেশনে মুমিনুল হকের দল ঘুরে দাঁড়ালো দারুণভাবে। যাতে একটা সময় খাদের কিনারায় পড়া বাংলাদেশ স্বস্তিতেই দিন শেষ করতে পেরেছে। হারারে টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান তুলেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দেড় বছরের বেশি সময় পর টেস্ট দলে সুযোগ পাওয়া মাহমুদউল্লাহর নিজেকে প্রমাণের তাগিদ ছিল। লিটন কুমার দাসেরও তাই। তাদের প্রশংসায় টাইগার ব্যাটিং কোচ অ্যাশলে প্রিন্স বললেন, ‘মাহমুদউল্লাহ সত্যিই গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে। ইনিংসের ওই সময়টায় আমাদের অভিজ্ঞতার দরকার ছিল, সম্ভবত সে সঠিক ব্যক্তি হিসেবে অভাবটা পূরন করেছে। লিটন ওই সময় চাপমুক্ত ইনিংস খেলছিল, মাহমুদউল্লাহ যোগ দিয়ে নিজেদের মধ্যে চাপহীন খেলার ব্যাপারে সাহায্য করেছে, একে অপরকে রান করার ব্যাপারে সহযোগীতা করেছে।’

তৃতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ভালো একটা জুটি হয়েছিল সাদমান ইসলামের। কিন্তু এই জুটিতে চড়ে বাংলাদেশ নিজেদের অবস্থান কিছুটা শক্ত করতেই আবারও বড় ধাক্কা। সাদমান ফিরে গেলেন ৬৪ বলে ২৩ রানে। ব্যাটিংয়ের মেরুদণ্ড মুশফিকুর রহিম (১১) ও সাকিব আল হাসান (২) ফিরে গেলেন পাঁচ বলের ব্যবধানে। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশর হতশ্রী পারফরম্যান্সটা আরেকবার দেখার অপেক্ষা তখন।

বিজ্ঞাপন

সেই থেকেই লিটনের প্রতিরোধ। মুমিনুল হককে নিয়ে ছোট কিন্তু কার্যকারী একটা জুটি গড়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার। মুমিনুল যেভাবে সাবলীল খেলছিলেন তাতে মনে হচ্ছিল বিদেশে আরেকটা সেঞ্চুরি পেতে যাচ্ছেন। কিন্তু ৯২ বলে ৭০ রান করার পর হঠাৎ-ই ক্যাচ তুলে দিলেন শর্ট মিডউইকেটে। তার ইনিংসে চারের মার ছিল ১৩টি।

সারাবাংলা/এসএস

অ্যাসলে প্রিন্স জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ টপ নিউজ টাইগার ব্যাটিং পরামর্শক টেস্ট প্রথম দিন বাংলাদেশের ব্যাটিং কোচ মাহমুদউল্লাহ রিয়াদ হারারে টেস্ট

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর