Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম তিন ব্যাটারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ


৭ জুলাই ২০২১ ১৬:০৭ | আপডেট: ৭ জুলাই ২০২১ ১৮:১৯

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। লাঞ্চের আগেই প্রথম তিন ব্যাটারকে হারিয়েছে মুমিনুল হকের দল। লাঞ্চ বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ৭০/৩।

বুধবার (৭ জুলাই) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ইনজুরির কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি তামিম ইকবাল। তামিমহীন টপ অর্ডার সলানোর দায়িত্বে পুরোপুরো ব্যর্থ তরুণ সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

ইনিংসের প্রথম ওভারেই ব্লেসিং মুজারাবানির ভেতরে ঢোকা বল ফেরাতে পারেননি সাইফ। ব্যাট পাতার আগেই বল সরাসরি আঘাত করে স্ট্যাম্পে। তার কিছুক্ষণ পর সেই মুজারাবানির বলেই স্লিপে ক্যাচ দেন নাজমুল। তারপর অপর ওপেনার সাদমান ইসলাম অবশ্য অধিনায়ক মুমিনুল হককে নিয়ে একটা বড় জুটির আভাস দিচ্ছিলেন। কিন্তু দলীয় পঞ্চাশ পেরুতেই সাদমানও স্লিপে ক্যাচ দিয়ে আউট।

অপরাজিত আছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। লাঞ্চের আগে মুশফিক ১৪ বল খেলে ১ রান করেছেন। মুমিনুলও শুরুতে রয়েসয়ে খেলেছেন। সর্বশেষ শ্রীলংকা সফরে বিদেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়া মুমিনুল অবশ্য সময় গড়ার সঙ্গে সঙ্গে কিছুটা হাত খুলেছেন। এখন পর্যন্ত চার মেরেছেন ৬টি। ৫২ বলে ৩২ রানে অপরাজিত টেস্ট অধিনায়ক।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন, সাইফ হাসান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।

তামিম ইকবাল বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মুমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর