শুরুতেই বিপদে বাংলাদেশ
৭ জুলাই ২০২১ ১৪:২৭ | আপডেট: ৭ জুলাই ২০২১ ১৪:৩৫
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। দলীয় খাতায় ১০ রান যোগ হওয়ার আগেই ফিরে গেছেন দুই তরুণ সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত।
বুধবার (৭ জুলই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে তামিম ইকবালকে রেখেই ব্যাটিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে। হাঁটুর ইনজুরির কারণে শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি দেশসেরা ওপেনার। তার অনুপস্থিতিতে তরুণদের ওপর ছিল বড় দায়িত্ব। প্রথম ইনিংসে তার ছিটেফোটাও পালন করতে পারলেন না সাইফ, শান্ত।
প্রস্তুতি ম্যাচে দারুণ ফিফটি পাওয়া সাইফ মুজারাবানির বলে বোল্ড হয়েছেন কোনো রান না করেই, দলের রান তখন মাত্র ৪। আর ৪ রান যোগ হতেই ফিরেছেন তিনে নামা আরেক তরুণ শান্তও। সেই মুজারাবানির বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। ৮ রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক মুমিনুল হক ও সাদমান ইসলাম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৬। ৪ রানে অপরাজিত আছেন সাদমান। মুমিনুল অপরাজিত ৯ রানে।