Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিটকে গেলেন তামিম, ফিরেছেন মাহমুদউল্লাহ


৭ জুলাই ২০২১ ১৩:৩০

হাটুঁর ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন তামিম ইকবাল। আর প্রায় ১৬ মাস পরে লাল বলের ক্রিকেটে একাদশে জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এরআগে বুধবার (৭ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মুমিনুল হক।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাবা, রয় কাইয়া, তাকুদওয়ানশি কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগ্রাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শামবা, ব্রেন্ডন টেইলর ও ডোনাল্প ট্রিপানো।

সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে হাঁটুতে চোট পেয়ে সুপার লিগ থেকে ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। সেই চোট বইয়ে নিয়ে আসেন জিম্বাবুয়েতে। এখানে এসে প্রথম দিকে হালকা অনুশীলন করলেও জিম্বাবুয়ে সিলেকশন একাশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেন এই অভিজ্ঞ ওপেনার। জানা গেছে এর পরেই তার ব্যথাটা আরো বেড়েছে।

টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মাহমুদউল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর