স্বপ্নের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা
৭ জুলাই ২০২১ ০৯:১০ | আপডেট: ৭ জুলাই ২০২১ ১২:৪২
কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী খেলা সরাসরি টাইব্রেকারে যায়। আর টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছায় লিওনেল মেসির দল।
ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায় লিওনেল মেসির দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন লটারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে এডউইন কারদোনার অ্যাসিস্ট থেকে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান লুইস দিয়াজ। এরপর নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফলাফল নির্ধারণ না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে জিতে ফাইনালে ব্রাজিলের সঙ্গী হয় আর্জেন্টিনা।
খেলা শুরুর চার মিনিটের মাথায় লিওনেল মেসির দুর্দান্ত এক মুহূর্তের দেখা মেলে। ডি-বক্সের ভেতর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মাঝখানে থাকা লটারো মার্টিনেজের দিকে ক্রস করেন মেসি। লাফিয়ে উঠে লটারো বলে মাথা ছোঁয়ালেও তা গোলপোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।
প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও ম্যাচের সাত মিনিটের মাথায় দলকে লিড এনে দেন লটারো। ডি-বক্সের ভেতর বল পেয়ে গোলের দিকেই এগোচ্ছিলেন মেসি কিন্তু জায়গা করে নিতে পারেননি শট নেওয়ার। তাই তো বল ব্যকপাস দিয়ে দেন লটারোর উদ্দেশে। এমন সহজ সুযোগ পেয়ে বল জালে পাঠাতে একচুলও ভুল করেননি লটারো। এতেই ১-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা।
গোল হজমের মাত্র দুই মিনিটের মাথায় সমতায় ফিরতে পারতো কলম্বিয়া। বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস ডি-বক্সের ভেতর পেয়ে শট নেন হুয়ান কুয়াদ্রাদো থেকে গোলরক্ষকের খুব কাছে গিয়ে শট নিলেও এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করতে পারেননি তিনি। এরপর ম্যাচের ৩৬তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে ওটামেন্ডি বল বিপদমুক্ত করলে ডি-বক্সের বাইরে বল পান বোররে। তাঁর নেওয়া শট আর্জেন্টিনার ডিফেন্ডারের গায়ে লেগে হালকা দিক পাল্টে গোলপোস্টে লেগে বেরিয়ে যা।
এরপর কর্নার থেকে কুয়াদ্রাদোর ভাসানো বলে হেড করেন ইয়ারি মিনা তবে এবারেও ভাগ্য দেবী প্রসন্ন হয়নি কলম্বিয়ার ওপর। ইয়ারি মিনার হেড ক্রসবারে লেগে বাইরে গেলে এ যাতারায় রক্ষা মেলে আর্জেন্টিনার। আক্রমণ, প্রতি-আক্রমণের প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর দারুণ এক সুযোগ পায় আর্জেন্টিনা তবে কলম্বিয়ার গোলরক্ষকের দুর্দান্ত সেভে আলবেসিলেস্তেদের লিড বাড়ানো হয়নি।
দ্বিতীয়ার্ধে ফিরেই দারুণ আক্রমণাত্মক খেলতে থাকে কলম্বিয়া। ফলাফল আসতেও সময় নেয়নি বেশি। ৬১তম মিনিটে এডউইন কারদোনার চতুরতায় দ্রুত ফাউলের স্পট থেকে ফ্রিকিক নেয় কলম্বিয়া। সেখান থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে কঠিন এক কোণা থেকে মাটিতে পড়ে যাওয়া অবস্থায় শট নিয়ে কলম্বিয়াকে সমতায় ফেরান লুইস দিয়াজ।
৭৪তম মিনিটে মাঝমাঠ থেকে একাই বল নিয়ে ডি-বক্সের দিকে এগোচ্ছিলেন ডি মারিয়া। তাকে আক্রমণে আসতে দেখে ডি-বক্স ছেড়ে খানিকটা বাইরে চলে আসেন কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড অসপিনা। আর ফাঁকা পোস্টের দিকে অসপিনাকে কাটিয়ে বল নিয়ে এগোতে থাকেন কিন্তু নিজে শট না নিয়ে বাঁ দিকে থাকা লটারো মার্টিনেজকে বল বাড়িয়ে দেন ডি মারিয়া। লটারো সুযোগ পেয়ে শট নিলেও তা ব্লক করে দেন ইয়ারি মিনা। আর দারুণ এক গোলের সুযোগ হাতছাড়া হয় আলবেসিলেস্তেদের।
ডি মারিয়ার দুর্দান্ত এক পাস ম্যাচের ৮২তম মিনিটে খুঁজে নেয় মেসিকে। ডি-বক্সের ভেতর দারুণ এক শটও নেন মেসি কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। তাতেই শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটে আর এগিয়ে যাওয়া হয়নি আর্জেন্টিনার। ম্যাচ শেষ হয় ১-১ গোলে সমতায়। আর ফলাফলের জন্য খেলা গড়ায় টাইব্রেকারে।
এর আগে দুই দলের লড়াইয়ে ১৯৯৩ ও ২০১৫ সালে ম্যাচের ফলাফলের জন্য খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। দুইবারই শেষ হাসি হেসেছিল আলবেসিলেস্তেরা। ২০২১ সালে এসে তৃতীয়বারের মতো একই পরিস্থিতিতে দুই দল। এবারেও শেষ হাসিটা হাসল আর্জেন্টিনায়। টাইব্রেকারে কলম্বিয়ার হয়ে হুয়ান কুয়াদ্রাদো এবং মিগুয়েল বোরহা গোল করলেও ডাভিডসন সানচেজ, ইয়ারি মিনা এবং এডউইন কারদোনার মিস করে বসেন। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে প্রথমে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এরপরে রদ্রিগো দে পল মিস করেন আর্জেন্টিনার দ্বিতীয় পেনাল্টিটি। তবে এরপরে লিওনারদো পারেদেস এবং লটারো মার্টিনেজ গোল করলে ৩-২ ব্যবধানে টাইব্রেকারে জিতে ফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা।
ফাইনালে আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় স্বপ্নের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা।
সারাবাংলা/এসএস
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া কোপা আমেরিকা ২০২১ টপ নিউজ দ্বিতীয় সেমিফাইনাল লিওনেল মেসি সেমিফাইনাল