Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের সব ম্যাচ র‍্যাবিটহোলে

স্পোর্টস ডেস্ক
৬ জুলাই ২০২১ ২০:২৪ | আপডেট: ৬ জুলাই ২০২১ ২১:০৮

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশটিতে সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে একটি টেস্ট, ৩ টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ম্যাচগুলো অনলাইনে সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি স্পোর্টস।

বুধবার (৭ জুলাই) সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। একমাত্র টেস্ট ম্যাচটি গড়াবে ৭-১১ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে। একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ জুলাই। আর তিন ম্যাচ সিরিজের টি টোয়েন্টি গড়াবে ২৩,২৫ ও ২৭ জুলাই; ওই একই মাঠে।

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকদের বহু কাঙ্ক্ষিত এ সিরিজের প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশে লাইভ দেখতে ক্লিক করুন এই লিংকে- ইউটিউব লিংক। আর বাংলাদেশের বাইরের দেশগুলো থেকে লাইভ দেখতে ক্লিক করুন- ইউটিউব লিংক

দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে জনপ্রিয় একটি নাম র‍্যাবিটহোল। টাইগারদের সব ক্রিকেট ম্যাচসহ বিপিএল, ডিপিএল সরাসরি সম্প্রচার করে থাকে এ অনলাইন প্লাটফর্মটি।

সারাবাংলা/এসএস

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ টেস্ট ম্যাচ র‍্যাবিটহোল ওয়েবসাইট র‍্যাবিটহোলবিডি স্পোর্টস